![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
কবিতা শুধুই হাতছানি দিয়ে ডাকে
কাছে ভিড়তে চাইনা মোটে।
ভরদুপুরের কাকফাঁটা
এই হালুম হুলুম রোদে,
ঈশানকোণে জমতে থাকা মেঘ পরীরা
আসে নাতো,কেবল আসি আসি করে।
আশার যত মন্ত্রবাণী দেখেছিলেম
ওই করুণ দুটি চোখে,
সবকটা আজ পুড়ে গেল, হায়!
নিদারুণ, জ্যৈষ্ঠের খরতাপে।
সুদূরেতে আছ মিশে,করে কত
অযাচিত তাচ্ছিল্যবচন,
পাশে এসে কবু,জানতে না চাইলে
মনপবনের, যত অপূর্ণ বেদন।
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +