![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
জ্ঞানহীন দ্বারা পরিচালিত হয়ে
উল্টো চাকায় সওয়ার হয়ে,
আকাশ বাতাস বিদীর্ণ করে,
যাচ্ছি এগিয়ে প্রগতির(?)পথে!!!
ওরা মাথার 'পরে কাঁঠাল ভেঙে,
ধীরেধীরে, কার্যসিদ্ধি নিচ্ছে করে।
আমরা কি চিনতে পারছি, কোনটা আসলে কি?
কোনটা হাতরুটি, কোনটা পাউরুটি?
ভাস্কর্য কোনটা আর কোনটাই বা মূর্তি?
জানি শুধু ভেঙে দাও, গুড়িয়ে দাও
খবরদার! অনুভূতিতে আঘাত নয়, খাও দাও আর ঘুমিয়ে যাও
মার্কেট ঘুরে কেবল, এটা ওটা কিনে দাও।
বাইরেতে চাকচিক্য ভিতরেতে শুন্য,
প্রগতি এটাকেই বলে? আসলে সব অন্তঃসারশুন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ রাত ১২:১৬
ধ্রুবক আলো বলেছেন: প্রগতি এটাকেই বলে? আসলে সব অন্তঃসারশুন্য।
হুমম