নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন › বিস্তারিত পোস্টঃ

নীলবেদনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১



সহাস্য ঐ নীলনয়না,
নীলকাব্য যেথা নীলোৎপলসম।
অব্যক্ত, অমিমাংসিত, অপূর্ণ চাহন,
করে দৃষ্টিপাতে দৃষ্টিগোচর,
আর সৃষ্টি হয় দৃষ্টিভ্রম।
ভ্রমহেতু তার ঐ মায়াবীপনা,
এই চিত্তারণ্যে ভাবায়, তা আবেগ আশ্রিত খেয়ালীপনা।
রচিত হওয়া এই স্খলিত কাব্যগাঁথায়,
জন্ম নেয় বিরহ ঘেরা
এক অনাহুত নীলবেদনা।
(না মানুষী জমিন)
(৪/২/১৮)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

আহমেদ জী এস বলেছেন: না মানুষী জমিন ,




বিরহের রং সব সময়ই নীল হয় ।

মোটামুটি লাগলো কবিতাখানি ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা মানে আত্মসমপর্ন ? কেউ এক গালে চড় মারলে তাকে অন্য গালে মারতে দাও । সেটা মারার পর সে লজ্জিত হবে ? নিজেকে শুধরে নেবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.