নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:২২


আজকে ভেবেছিলাম তোমাকে নিয়ে আমি আর টানাটানি করবো না। কিন্তু ' ও ' এসে এমন বিরক্ত করতে লাগল, মেজাজটাই বিগড়ে গেল। কানের কাছে বেসুরো তালে এমন সুর ধরলে, কার না গরম হয়; মেজাজটা। সারাদিন-রাত শুধু খাই খাই স্বভাব। তারপরও খাওয়ার ইচ্ছাতে তার কোন কমতি নাই। পারলে এখনি আমাকে খেয়ে ফেলবে। একেবারে কামড়ে কামড়ে খাবে। একটু যদি লাজলজ্জা বলে কিছু থাকত! যতই ওকে দূরে সরিয়ে দিতে চাই, ততই কাছে চলে আসে। এত বাড় বেড়েছে ওর! বিরক্তের শেষ সীমা একদম।
আর তক্ষুনি তোমার কথা মনে হতেই, ইচ্ছে না থাকা সত্ত্বেও তাড়াহুড়ো সমেত তোমাকেই লাগাতে শুরু করে দিলাম টানাটানি করে। মেজাজ খারাপ হলে যা হয় আর কি! তুমিই তো রক্ষাকবচ আমার এইসময়। তাই এই দিনে দুপুরেও তোমাকে না লাগালে ঘুম হয় না। ওর মারাত্মক মারাত্মক সব চুম্বন জ্বালা থেকে নিস্কৃতি পাওয়া যায় না। ওতো আবার একা নয়। পুরো বাহিনী নিয়ে হাজির! কি আর করি বল! রাত তো রাত, এই দিনের বেলাতেও তোমাকে লাগাতে হয় আমার! হে মহান, মশারি। ভাল থেকো। ধন্যবাদ।
                                              ইতি- না মানুষী জমিন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

জহির ডিজিপি বলেছেন: পৃথিবীর সমস্ত মশা কানের কাছে এসেই গান করে
কিন্তু আমাদের যে তাদের গান ভাল লাগে না তা মি. মশা কেন বুঝে না!!

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:৫২

ওমেরা বলেছেন: রহস্য করতে পারেন নাই। প্রথম লাইন পড়েই বুঝে ফেলেছি !

৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও এসে নাকি ওরা এসে? গুলিয়ে ফেলেছেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: মজার।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪২

না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: ওমেরা প্রথম লাইন পড়েই বুঝে ফেলেছে, আমি কিন্তু শেষ লাইনে না আসা পর্যন্ত বুঝিনি! :)
আপনি আমার এ ব্লগের প্রথম পোস্টে প্রথম "লাইক"টি দিইয়ে গিয়েছিলেন, এজন্য আপনাকেও আবারো ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

না মানুষী জমিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.