![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
সেই দিন সকালে তিনি এসে
আমায় যখন বললেন,
কথা শুনে হাই তোলায় যেন
উনি আকাশ ভেঙ্গে পড়লেন।
যত রাজ্যের গুজব আর গল্প
রটানোই তার কাজ,
কাজের বেলায় ঠন ঠন
বাকী কাজে ওস্তাদ।
কার বাড়ীর মেয়ে পালালো
কার কান নিল চিলে,
এসবে মহা ব্যস্ত সে
সকালে আর বিকেলে।
এর কথা ওরে বলে
ওর কথা তারে,
ঝামেলা পাকিয়ে দিয়ে ঘুমায়
নাকে তেল দিয়ে।
কোন কালে, কে তার
ছিল নাকি মস্ত জমিদার,
সেই গুল এখনো সে মেরে চলে
ফুটানিতে বেজায় জমজমাট।
চিড়ে, কলা, মুড়ি দিয়ে কোনভাবে
দিন শুরু করে জাস্ট,
মাংস আর পরোটা ছাড়া নাকি
হয় না তার ব্রেকফাস্ট।
দেখতে সে খুব সুন্দর
সবসময় থাকে ফিটফাট,
যতই ভালো হোক না কেন
আসলেতে বড় বাটপার।
গুল মেরে বেঁচে আছে
গুল বদন সবার মাঝ,
সঠিক তার পরিচয়টা কি
ভুলেই গেছে লোকে আজ।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: এমন গুলবদনকে আমরা সব সময়েই আমাদের চারপাশে দেখতে পাই। ভালই এঁকেছেন গুলবদনের চরিত্রটি।