![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
সঙ্গত কারণে সঙ্গোপনে,
অধরেতে হাসি বিরহ আড়ালে।
মলিনতায় মোড়া স্বপ্ন রঙীন,
ক্রমশ ফিকে আর ধূসর সঙ্গীন।
এক ঘেয়েমির এই চক্রজালে,
একি লয়ে যায় সময় গড়িয়ে গড়িয়ে।
একই বৃত্তে ঘমার্ক্ত বন্দী জীবন,
ছকে বাঁধা যত নিয়ম কানুন।
যেন দিকভ্রান্ত কোন মাস্তুল,
খুঁজে পেতে চায় সতেজ উপকূল।
স্বাধীনতার সুখ চিন্তায় বাস্তবে পরাধীন,
যতই দেয়াল ভাঙুক তবুও অন্যের অধীন।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩
খায়রুল আহসান বলেছেন: ছবি, শিরোনাম এবং কবিতা- সবই খুব সুন্দর হয়েছে। মানুষের এই বৃত্তবন্দী জীবনের কথা আমার ভাবনাতেও ঘুরে ফিরে আসে।
কবিতায় ভাল লাগা + +
অনেকদিন পরে আপনাকে ব্লগে উপস্থিত দেখতে পেয়ে এখানে এলাম। আমার এ লেখাটি পড়ে দেখার জন্য অনুরোধ রইলোঃ
“সামহোয়্যারইনব্লগে” তৃতীয় বর্ষপূর্তি – ফিরে দেখা
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
না মানুষী জমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, জীবনটা এমনই!
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এ জীবন এমন কেন?
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
ফেনা বলেছেন: বেশ জীবন বোধ।