![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
নীলচে নদী, নীল পাহাড়
হরেক রঙীন মেঘ পরী,
ভোরের উদয় রঙ মাতাল
তোমার আমার, সব তোমার আমার।
তরুণদীপ্ত ব্যাকুল স্রোতে
বহতা ঐ স্রোতস্বিনী,
দুষ্টমিতে মাতিয়ে রাখা ঐ জলে
শিশু দলের ডুব সাঁতার
তোমার আমার, সব তোমার আমার।
মাঝ নদীতে জল প্লাবন
ছবির মতন গ্রামীণ জীবন,
সবুজ জমিন বৃক্ষরাজি
ডাহুক ডাকে মন কেমন।
রুক্ষ সময় জীর্ণ যখন
চর জাগে তার বুক মাঝার,
তোমার আমার, সব তোমার আমার ।
সমাপ্তিতে মিলবে নদী
মোহনায় তার শেষ বাড়ী,
তারপরেতে দিবে জানি
মস্ত এক সাগর পাড়ি।
হয়ত সেথায় জমিয়ে দেওয়া
প্রখ্যাত এক বন্দরে,
কর্মমুখর শ্রম জীবন
ঘামে মোড়া জীবন বাহার
তোমার আমার, সব তোমার আমার।
(ছবি সংগ্রহ গুগল থেকে।)
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ। ছবিসমূহ গুগল থেকে নেওয়া।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব ভালো লাগলো।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২১
নাহার জেনি বলেছেন: ভাল লাগলো এবং ছবিগুলো অসাধারণ লেগেছে।