![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
তুমি চলে যেতে পার
দূর, বহুদূর একা,
আমিও যাব তোমার পিছু
খুঁজবো তোমার পদরেখা।
যেথায় বালুকা বেলায় গোধূলি ক্ষণে
সময় ছিল দাঁড়িয়ে; তোমার সাথে একাকী,
সেই কাটানো মুহূর্তের পরশ
আমিও নিতে রাজি।
যখন সন্ধ্যা নামে ঝুপ করে
পাহাড়ের কোল ঘেঁষে; তোমায় সাথে নিয়ে
নিজেকেও রাখতে চাই সেই কোলে,
সেথায় ঝিরিঝিরি হাওয়া জানান দেয়
তুমি ছিলে এইত একটু ক্ষণ আগে।
রাতের শুরুতে যখন চারপাশ
শুনশান অতিকায় নীরব;
আর ঢেউয়ের আছড়ে পড়া কান্না,
ক্রমাগত চলে একই লয়ে গর্জনের সুরে
তখনও তোমার উপস্থিতি সেই সাগর তীরে।
বাহিরে চুপচাপ; ভেতরে বিপুল সরব
একাই আস্বাদিত কর প্রকৃতির সব রুপ,
রচনা করেছ তার সাথে গভীর মিতালী
শুধু সে আর তুমি।
হয়ত তোমার আমার হবে না কভু দেখা
তাতে কি? চারপাশে তোমার ছেড়ে আসা
জমিয়ে রাখা মিতালী ভরা মায়ায়,
ধীরে ধীরে মিশ্রিত হবে সমস্ত
আমার স্পন্দন আর কায়ায়।
বিরক্তি মিশ্রিত মেজাজে তুমি ভেবে নিতে পার,
আমি করছি তোমার অনুসরণ
নেই আমার নিজস্ব কিছু।
আমিও যে আস্বাদিত হতে চাই প্রকৃতি প্রেমে
সাথে নিয়ে তোমায়; নই একাকী,
হারিয়ে যেতে চাই বসুন্ধরার বুকে
দু'জনায় একসাথে।
আমার এগিয়ে চলা তাই তোমার পানে
খুঁজে নিয়ে পদরেখা,
যুক্ত করতে নিজেকে
তোমারই নিকটে, গভীর সান্নিধ্যে।
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
নুরহোসেন নুর বলেছেন: অসাধারন!
ভালবাসা গুলো ঝাপসা স্মৃতি হওয়ার আগেই কবিতায় বন্দী করে রাখা প্রয়োজন,
কবিতার ছন্দে ছন্দ উঠুক পুরাতন ভালবাসায়।
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
না মানুষী জমিন বলেছেন: সঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
কিরমানী লিটন বলেছেন: সুন্দর লিখেছেন কবি- চমৎকার....
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
হিমুরাজ রিয়াজ বলেছেন: আমার এগিয়ে চলা তোমার পানে..... চমৎকার