![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
দিলাম ছুটি ওরে,.. আমার
ইচ্ছে ডানার পাখি,
গুমরে গুমরে থাকিস কেন?
শুকনো পাতা হয়ে ঝরিস।
বিকেলের ঐ রৌদ্রখেলায়
মাতিস না আর কেন?
পিছন ফিরে চাস না তো আর
এত সহজেই পর হলি।
রক্তরাঙা গোধূলি ক্ষনে
ফিরলি না আর নীড়ে,
ব্যস্ত ব্যাকুল হৃদয় গাঙে
করুন বাঁশী বাজে।
ইচ্ছেরা তাই বন্দী এখন
ডানাবিহীন; আগল দেয়া বুকে,
পর অধীনের শিকল কলে
বিনিদ্র রাত জাগে।
কাষ্ঠ হাসি মুখটি দিয়ে
পরান খানি ঢাকে,
খু-ব ভালো আছি
গতানুগতিক; শুধুএই কথাটি বলে।
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
না মানুষী জমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১১
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন.....
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২১
না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
জে.এস. সাব্বির বলেছেন: সুন্দর কবিতা শৈলী।অনেকদিন পর ব্লগে এসে ভালো লাগল।