![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
সুদূরের পিয়াসী এই মায়াবী মন,
তোমার যত পূর্ণতা সেথায় আমার আবাহন।
উথাল পাতাল হৃদ কাননে গহীন পরশ বোনা,
তোমার উড়ো হাওয়ার কাজল জলে আমার আনাগোনা ।
ভগ্নহৃদয় জোড় বেঁধে রয় ঐ স্নিগ্ধ শীতল স্পর্শে,
তোমার স্বপ্নতলীর রঙিন বাঁকে আমার মুগ্ধ নয়ন হাসে।
বিমূর্ততার স্বরূপ তুমি রংতুলির ঐ ক্যানভাসে,
আমার পাতা ঝরার বিকেলখানি তোমার অপেক্ষাতে।
অনুরাগের সুরের রাগে মূর্চ্ছনা হয় গভীর ঘোরে,
আমার যত ছন্দ পিয়াস আন্দোলিত তোমার লয়ে।
চরাচরের খামখেয়ালি বিস্ময় আনে গভীর ধ্যানে,
আমার সকল বিস্ময়াবেগ মাতাল করা তোমার প্রেমে।
মায়াক্রান্ত স্মায়ুগুচ্ছে বহমান রঙিন নেশার ভেলা,
তোমার অশ্রুর নোনা জলে মন আমার সদা আনমনা।
হারিয়ে যাওয়ার দিনান্তে অপ্রাপ্তিময় শুন্যক্ষণ,
আমার শত অপেক্ষা প্রহর তোমার মায়ায় বিসর্জন।
০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ ।
০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।