![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
(১)
নিত্য সেদিন উদাস নায়ে সে দিত পাড়ি,
তাহার মত আজও আমি এক উদাসী ছবি আঁকি।
মহাকালের সেই মহাত্মা হারিয়েছে মহাস্রোতে,
ফেলে আসা ঐ উদাসী বাঁশি আজ আমার বুকে বাজে।
(২)
তারকাঁটার ঐ বেড়াজালে আটকে রয়েছে মন,
স্বাধীনতার সুখ আড়ালে পরাধীনতার আগল।
তোমার আমার ব্যথা, এক হয় না কভু;
স্বার্থটান আসল ব্যাপার, প্রেমের প্রদীপ নিভু নিভু।
(৩)
ভালবাসাগুলো গোলাপের লাল পাপড়ি
ফুটে থাক হৃদয় আঙিনায়।
বৃষ্টি ঝরুক শীতলতার পরশ
বুলিয়ে সারা গায়।
ভিজে যাবে কালো চুল
দখিনা হাওয়ায় আবার শুকোবে তা,
জিইয়ে রাখবে মন গহীনে
আবার হবে দেখা, মুছে যাবে সব ভুল।
(৪)
শুধুই মোহাবিষ্ট ক্ষনিকের কামনা
নেই ছিটেফোঁটা ভালোবাসা; সে তো বহুদূরে।
ফলাফল স্বরূপ এই মেকি ভদ্রসমাজে
নবজাতকেরা ডাস্টবিনে গিয়ে মরে।
(৫)
ভাবনাবিহীন ভাবনা গুলো
ঘুরে মরে নিউরনে।
বোবা চাপা কান্না গুলো
ভেসে বেড়ায় ইথারেতে।
বেড়াজালের রাজনীতিতে
বিচার কাঁদে আঁধারেতে।
(৬)
তৃষিত লগন ফুরিয়ে যাবে, যাচ্ছে;
ধীরে, অতি ধীরে প্রতিনিয়ত, দূর নীলিমার বুকে,
হঠাৎ চমকিত করে সকল খেলা সাঙ্গ করে।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আবেগ গুলো এইভাবে টুকে রাখেন।