![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
(১)
বিভেদের দেয়াল হয়ে যাচ্ছে বড়
আকাশে ঝলসানো চাঁদ,
ঝিরিঝিরি বাতাসেও ঝরে পড়ছে নবীন পাতা
মগডালে কোকিল নয়; ডাকছে কোকিলকণ্ঠী কাক।
(২)
চেতনাগুলো উবে যাবে হাওয়ায়,
শেষ বিকেলের হালকা রোদের মত মিলিয়ে যাবে গোধূলির নীড়ে।
না বলা ভাষা, অস্ফুট বেদন চাপা পড়ে রবে,
ভুল বোঝার বিচারিক সিদ্ধান্ত ঘিরে থাকবে চারপাশ;
ক্ষমতার বলয়ে বলীয়ান হয়ে।
(৩)
কত কঠিন সহজ করে বলে দিতে পার,
সহজ সরল ভাষা কেন গরল করে ভাবো।
নিজের দিকে টান পড়লেই আমি, তোমার কাছে ভালো,
আমার কথা বলতে গেলেই তেড়েমেরে আসো।
(৪)
কি এক মহার্ঘ মধুময়
তরলীয় সুধা,
দিয়ে যাও উপর তলায়
আর নিয়ে নাও আছে যত ক্ষুধা।
নিয়মিত বিতরনে উহা
যশ মান খ্যাতি বাড়িবে....আহা!
নিজ গৃহে জ্বলিবে আলো
পাশের জন মরে মরুক;
সে তো দেখতেই কালো।
(৫)
সাঁঝ বেলাতে নিয়ন আলোর রমরমাতে,
চন্দ্রসুধা ফিঁকে হয়ে যায় হারিয়ে।
ব্যস্তবাগীশ আমরা সবাই, সময় কই,
একটুখানি আঁখি মেলে তার পানে না চেয়ে রই।
(৬)
আমার অলস দুপুর ঘুমের ঘোরে,
স্বপ্ন বোনা তোমার 'পরে।
গহীন রাতে বিজন দেশে,
প্রহর গোনা তোমার তরে।
প্রভাতফেরির ঐকতানে,
দীপ্ত শপথ তোমার সনে।
সন্ধ্যা রবির অস্তরাগে নীড়ে ফেরা,
হাতটি রেখে তোমার হাতে।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছ।
১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার