![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
বাজে মর্মরিয়া ভূমি শুষ্ক প্রান্তরে
গভীরতার অন্তরালে,
বারিহীন অম্বরে
আর বেয়ে পড়া স্বেদগ্রন্হিতে।
অগ্নিঝরা দিন রাত্রিতে
তীব্র দাহের কদর্যতার চরমে,
ক্ষিপ্তরত অন্তরে
আর মন খারাপের গহনে।
শুন্য ভরা গরহাজিরে
প্রতীক্ষমান সময়ের ফেরে
মর্মরিয়া বাজে
আমার মাঝে আর তোমার মাঝে।
~ না মানুষী জমিন
লিখাঃ ২৭/৫/২০১৯
পোস্টঃ২০/১০/২০২০
ছবিঃ নেট দুনিয়া
২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।