নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন › বিস্তারিত পোস্টঃ

দীপ্ত কিরণ

১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৯



আমার সকল দীপ্ত কিরণ
উদাস মেঘে যায় ভেসে যায়,
দিগন্তের ঐ দূর গহনে
সিক্ত করে আবেগ হরন।
তোমার সকল ফুলঝুরি
রাঙিয়ে বেড়ায় বিশ্বটাকে,
বেসাতির যত দালান কোঠা
দাঁড়িয়ে রয় উঁচু হয়ে।
বিশ্বাসের মলাটে মোড়া
অবিশ্বাসের খড়কুটো,
বীরদর্পে এগিয়ে চলে
নকল যাত্রার রঙ্গমঞ্চ।
দর্পনে যা প্রতিফলন
সত্যি মনে করে তারে,
মুখোশ পড়া আড়ালেতে
বুক ফুলানো বাক্য বচন।
সর্প যেথায় করে বাস
ভয় তো সেথায় দংশনের,
বিবেক বিহীন অন্তরে
দংশনের কি আছে ঝাঁঝ?
তাই বলে কি সত্যকথন
উঠবে না আর বিচারে,
প্রমানবিহীন মিথ্যাবুলি
করছে এখন বুক ধারণ।
আজকে না হয় হল শেষ
জীবন গাড়ির এক অধ্যায়,
শেষ বিচারের বৈতরনী
মিথ্যে দিয়ে কি পার হওয়া যায়?
আমার দেহ আমার হয়ে
থাকবে না তো সর্বকাল,
আজকে আছি এই আমি
থাকবো নাতো আগামীকাল।
প্রবাহমান ঘড়ির চাকায়
আসল প্রহর আসবে ফিরে,
সকল মগজ মিলে তখন
পারবে কি তার নিতে দায়?
আমার সকল ইচ্ছে দালান
পরিস্হিতির শিকার আজ,
বুঝতে গিয়েও বুঝ হল না
আকাশ মাঝে প্রবল বাজ।
তারপরেও থাকবে নাতো
জীবন নদীর বন্ধ বাঁধ,
আপন জোয়ারে গতিহারা
জোর করাটাই বেজায় ফাঁক।
কেউ যদি হায়, বুঝতে না চায়
স্বাধীনতার কি মানে হয়,
অতি বেশী খুঁজতে সুযোগ
মনের আসল ঠিকানা হারায়।
আমার সকল স্বপ্ন বুনন
ছিল নাতো একক যাপন,
কাছে দূরের সবার সাথে
করব রঙ্গীন, গড়ব ভুবন।
স্বার্থভরা পোড়া মনে
এই স্বপনের নেই মানে নেই,
ইস্তফা তাই দিতে হল
কাগজের ঐ এক কোণায়।
তাইতো আমার দীপ্ত কিরণ
উদাস মেঘে যায় ভেসে যায়,
দিগন্তের ঐ দূর গহনে
সিক্ত করে আবেগ হরণ।
~ না মানুষী জমিন/১০-১১-২০










মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩১

না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: বেশ সুন্দর কবিতা লিখেছেন। + +
কবিতায় অনেক ভাবনার রসদ রয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩১

না মানুষী জমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.