![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
ধুলো মাখা পথে হেঁটে গিয়েছ বহুবার,
দু’পায়েই শুধু ধুলো লেগেছে,
লাগেনি তার ছোঁয়া, মন পবনের কাছে।
আনমনা ছিল মন, ছিল ভিন্ন ধ্যানে প্রোথিত,
বিচলিত ক্ষণে অনুভবহীন বিচক্ষণের জ্ঞান।
যদিও ছিল আশা, পাবে রক্তিম অস্তমিত সূর্যের দেখা,
সময়ক্ষেপণে পূর্ণতা পায়নি তাও।
তবুও এলোমেলো মন এগিয়ে চলে,
একাকী নিভৃতচারী হয়ে,
সান্ধ্য আয়োজনের কাছে।
এভাবেই চলে দিনযাপনের খেলা,
আলো নিভে যায়, উঠে রাতের তারার মেলা।
জমাট বাঁধা বহুদিনের কষ্টগুলোই শুধু জেগে থাকে,
সমস্ত অলিন্দ নিলয় জুড়ে।
বাড়তে থাকে কেবল একটু একটু করে,
সিষ্টোলিক আর ডায়াষ্টোলিকের মাত্রা,
কিছুই হয়নি করা, না আজকের অথবা, আগামীকালের।
আর ঘনিয়ে আসে সময় ধীরে ধীরে,
মৃত্যু উপত্যকা ঘিরে,
অন্তিম অনিবার্য ধ্রুব সত্য হয়ে।
~ না মানুষী জমিন (১০/২/২১)
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৬
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৭
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর হয়েছে
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৬
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯
এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৭
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতাটা পড়ে ভালো লাগলো।