নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন › বিস্তারিত পোস্টঃ

অস্থির সময়

১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৮


অস্থিরতার ভেতর দিয়ে পার হচ্ছে সময়,
ধৈর্য্যচুত্যি ঘটতে ঘটতে এখন;
এসে ঠেকেছে একেবারে তলানিতে।
নেই বললেও খুব একটা অত্যুক্তি হবে না!
ইস! যদি সময়গুলো সব এক করে
জমা দিতে পারতাম কোন ব্যাংক একাউন্টে,
প্রয়োজনমত ডেবিট/ক্রেডিট করে নিতে পারলে
ব্যস! ল্যাটা যেত চুকে।
কিন্তু কিছু সময়তো জমা করে রেখেছি
তোমার কাছেও,
কোথায় দেবে তা ফিরিয়ে
এখনতো তোমারই দেখা নেই।
জীবিকা ধারণের তাগিদ আছে
তাই চলছে মধ্যবিত্তের অফিস করা,
বাইরেরটা সেই কেতাদুরস্ত
আর আছে শুধু ইয়েস স্যার! জ্বী স্যার !! হয়ে গেছে স্যার !!!
চালিয়ে নেয়ার মত
গড়িয়ে নেয়া সময় চাকা,
ঐ যে বলে না, চলছে গাড়ী...
সেইরকম আর কি।
তারপরেও দেখা নেই তোমার
জমানো সময় ফিরিয়ে দিবে না,
ঠিক আছে, না হয় নাই দিলে;
যাও, আর দিতে হবে না।
একবারতো আসতেও পারো
কিন্তু আর তো এলে না,
কত দিন হয়ে গেল
ঢলে পড়া সূর্য দেখতে যাই না।
মাঠে যে ডানপিঠে ছেলেরা খেলা করে
দেখিনা কতকাল কত সময়,
হয় না এখন মাঠে বসে বাদামের খোসা ছাড়ানো
ধ্যাত! বিশ টাকার বাদামে অর্ধেকটাই নষ্ট।
সোনালী অতীত এভাবেই চলে যায়
নষ্ট আর ঘুনে ধরা কোন ব্ল্যাকহোলে,
আর বেড়ে যাচ্ছে তাপমাত্রা সাথে মহামারীও
চলে গেল অহংকারে মোড়া কত রথী মহারথীও।
না, ভয় পেয়োনা এখনো আছি আমি
সময়ের হাত ধরে;
প্রহর গুনতে গুনতে ক্লান্ত
এখনো একিভাবে তোমার পথ চেয়ে।
আর কত! বলতে পার
পারবে কি বলতে?
এই পাগলাটে মন আর অস্থির সময়
কবে যাবে? কিভাবে যাবে??
~ না মানুষী জমিন (১৮/৩/২১)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৫

না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৪

স্থিতধী বলেছেন: ভালো লেগেছে । একটা সৎ কবিতা, জীবনের কথা বলা কবিতা।

১৯ শে মার্চ, ২০২১ ভোর ৬:৫৭

না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময়।

৩| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: কবিতাখানি ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০২১ ভোর ৬:৫৮

না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন।

৪| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন।

এই দেশে ভালো থাকা সম্ভব না।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: "অস্থির সময়" এর চিত্রটা ভালো এঁকেছেন। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.