![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
মায়ার সাগরে কেউ আর পাড়ি জমায় না।
মমতা, তাকে তো কবেই করা হয়েছে নির্বাসিত।
ভালবাসা ভেঙ্গে গিয়েছে সেই কবে,
কেবল ইট পাথর আর দামী আসবাবে শুধু ভালো-বাসা।
স্নেহ এখন নির্যাতিত নিষ্পেষিত;
ভয়ার্ত লালসার শিকার।
আনন্দ আর ভাগ হয় না জনে জনে যৌথ আঙিনাতে,
বিভক্ত তা ছোট্ট ফ্ল্যাটে আমি আর তুমিতে।
সহানুভূতির হাত, সেও গোপন স্বার্থে আচ্ছাদিত।
বিবেকের দংশন, হারিয়ে গেছে কোন কালে।
বিশ্বাসটুকু বেঁচে আছে বইয়ের কোনায়,
আর অন্ধ মস্তিষ্কের বদ্ধ খাঁচায়।
মুখোশে ঢাকা তুমি আর আমি,
গোটা শহর, পুরোটা দেশ,
আর সমগ্র পৃথিবী।
@না মানুষী জমিন।
১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৫
না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার জন্যও থাকলো শুভ কামনা ।
২| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: মুখোশ থাকা দরকার। মুখোশের কিছু উপকারিতা অবশ্যই আছে।
১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ। উউদ্দেশ্য ভাল থাকলে সবকিছুরই প্রয়োজনীয়তা আছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা।