![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
সেদিন চেয়েছিলে এক টুকরো অনাবিল হাসি
আমি তো পারিনি হাসতে,
অথচ, ভেবে রেখেছিলাম অফুরন্ত, উচ্ছল
হাসি হবে তোমার উপহার;
শুধুই আমার তরফ থেকে।
কি নির্মম পরিহাস!
হাজারো পরিস্থিতির ফাঁদে,
আজ ভুলে গেছি হাসতে।
এমন কথা কি ছিল কখনো,
কই! মনে তো পরে না।
তবে কেন একপাল বিষাদমাখা মেঘের ভেলা,
ভেসে চলে তোমার আমার সমস্ত আকাশ জুড়ে।
সেদিন চেয়েছিলে শরতের পড়ন্ত রৌদ্রস্নাত বিকেল
আমি তো পারিনি তোমায় দিতে,
অথচ, ভেবে রেখেছিলাম বুকের মাঝে হু হু করা
রৌদ্রজ্বল বিকেল হবে তোমার উপহার;
শুধুই আমার কাছ থেকে।
কি নির্মম! কি নির্মম!
ব্যস্ততায় ডুবে, অথবা নিছক ঘুমের ঘোরে,
হারিয়ে ফেলেছি সেই হৃদয় নিংড়ানো বিকেল।
এমন কথা কি ছিল কখনো,
কই! না তো, কক্ষনো না।
তবে কেন একপাল অভিমানী মেঘের ভেলা,
ভেসে চলে তোমার আমার সমস্ত উঠোন জুড়ে।
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২১
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইল।
২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।