নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।

না মানুষী জমিন › বিস্তারিত পোস্টঃ

অনুকবিতা - ৩

১২ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪


(১) আমার সমস্ত মন, শরীর এখন তোমার মনের মধ্যে রাখা,
শুনতে কি পাও তার বারতা।
আমার নীল আকাশ এখন তোমার মানিব্যাগে রাখা,
খুলতে গিয়ে দেখতে কি পাও তা।
তবে আমি কেন দেখিনা তোমায়,
বহুকাল, বহুক্ষণ।

(২) আমার মাথায় শব্দগুলো ঘুরে বেড়ায় তোমায় নিয়ে,
ভাবায় কেবল তোমায় নিয়ে, তোমায় নিয়ে।
সৃষ্টির সেই সকাল থেকে তোমায় ভালোবেসেছি,
তুমি কিন্তু বুঝলে না, তুমি কিন্তু বুঝলে না।
শীতল জোছনা রাতে তোমায় কোলে তুলে নিয়েছি; তুমি ভুল বুঝলে,
আমায় ভালবাসলে না, আমায় ভালবাসলে না।

(৩)হয়ত ভুলে গেছ, হয়ত ভুলে যাবে,
থাকবে না তার কোন মানে।
তবুও বাতাসে ভেসে বেড়াবে আমার প্রেতাত্মা,
মনে করে দিতে ফেলে আসা দিনের কথা।
(৪)আমার সময় মিশে যাবে তোমার সময়ের কাছে,
রিমঝিম বৃষ্টি হবে বসুন্ধরার বুকে।
চাঁদের কিরণ ছড়িয়ে যাবে সারা আকাশ জুড়ে,
পাশাপাশি থাকবে বাঁধা মায়ার মোহে পড়ে,
হয়ত বৃষ্টি, হয়ত কিরণ
অথবা আমি আর তুমি
শুধু দু'জন।

(৫)যদি হতাম শীতের হাওয়া;
বুলিয়ে দিতাম ঠান্ডা পরশ,
তোমার ঐ নরম ফর্সা গাল দুটিতে।
খুঁজতে তুমি উষ্ণতা;
আর মনে মনে দুষতে আমায়,
বলতে, ইস তুমি কত খারাপ!

(৬)তুমি কি রাগ করেছ আমার উপর?
সত্যি বল? পুষে রেখো না মনের ভিতর।
আমার দ্বিধা-দ্বন্দ্বের বলয় রেখা
ঘুরছে কেবল তোমায় ঘিরে,
তোমার এমন রাগ দেখানো
দূর ছাই! ভাল্লাগেনা;
আমি হয়ত যাব ফিরে।

(৭)আমার চোখের অশ্রু হবে তুমি
গড়িয়ে পড়বে আমার দুটি গালে,
ঘুম পাড়াবো তোমায় গল্প শুনিয়ে
আমার বুকের মাঝে তোমার মাথা রেখে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩৫

না মানুষী জমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.