![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কি আমার তুমি হবি?
সাজসকালে শিশির ভেজা
সদ্য ফোটা গোলাপ হবি?
তুই কি আমার আকাশ হবি?
হাজার তারায় ছেয়ে থাকা
সাদা মেঘের ছায়ায় ঢাকা,
কৃষ্ণ পক্ষের আধার মাখা,
দূর নিলীমায় আমার হবি?
তুই কি আমার তুমি হবি??
তুই কি আমার চন্দ্র হবি?
শুক্লা দ্বাদশীর চাঁদের মায়া,
বাঁকা চাঁদের আলো ছায়া
তুই কি আমার মেঘ হবি?
সাদা মেঘের ভেলা হবি?
তুই কি আমার তুমি হবি??
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
নির্বাক আমি ৯০ বলেছেন: সময় মঞ্জুর। ভালো করে চিন্তা করুন নলু।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
দিশেহারা আমি বলেছেন: না
++++
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
নির্বাক আমি ৯০ বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
সেজুতি_শিপু বলেছেন: আনিসুল হকের একটি কবিতা আছে 'তুই কি একা আমার হবি?.....
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
নির্বাক আমি ৯০ বলেছেন: হুম, অসাধারন কবিতা....।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা ছান্দনিক কবিতায়। তবে শিরোনামটা ভাল লেগেছে বেশী।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
নির্বাক আমি ৯০ বলেছেন: ভালোলাগার জন্যে এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: কবিতার থিমটাই ভালো লাগছে...
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
নির্বাক আমি ৯০ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
শেখ মফিজ বলেছেন: ভালো লেগেছে ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
নির্বাক আমি ৯০ বলেছেন: ভালোলাগার জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
নিলু বলেছেন: চিন্তা ভাবনা করে দেখি , হওয়া যাবে কিনা , তবে সময় লাগবে