![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম যে আমার হার মেনেছে দীঘল কালো এলো কেশে
তোমায় ছেড়ে কেমন করে, চোখ বুঝিব কার সে পাশে?
ঘুম যে আমার দু’চোখ মেলে তোমার মাঝে হারিয়ে যাওয়া,
দীঘল কেশে দোল খেলে যায়, বৈশাখেরই মুক্ত হাওয়া।
ঘুম যে আমার চোখের উপর, তোমার ঠোটের ছোওয়া পাওয়া,
উষ্ণ ঠোটের কম্পনতায়, নতুন জীবন খুজে নেওয়া।
ঘুম যে আমার হার মেনেছে, তুমি হীনা একলা রাতে,
কত রাত যে পার করেছি দূর আকাশে তারার সাথে।
দূর আকাশের তার গুলো ঘুম হারিয়ে জ্বলছে যেমন,
তেমনি করে ঘুম হারিয়ে দু’চোখ আমার তারার মতন।
©somewhere in net ltd.