![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবসের জ্যেতি হারায় যখন যামিনীর কোলে ডুবি
সন্ধ্যা তারায় জ্বলে উঠে যেন স্নিগ্ধ প্রিয়ার ছবি।
হাসনা হেনার মধুর সুবাসে মধুময় চারিপাশ,
আসিবে প্রিয়া, জাগিব রাত করিবে না নিদ গ্রাস।
সন্ধ্যা হতেই কত আয়োজন কত কিছু ভাবিনু মনে
ধীর চঞ্চলতায় প্রতিটি প্রহর বাড়িতেছে প্রতি ক্ষনে
কত কথা কতভাবে ভাবিতেছি মনে মনে
সকলি তাহাকে কহিব আজ মুখ রেখে কানে কানে।
রাত্রি যে আজ দীর্ঘকায় প্রহর যেন নাহি কাটে
স্বপ্ন ময়ী আলতো পায়ে ঘুমের ঘোরে আসে
জড়িয়ে ধরে ভালবেসে মুখটি রেখে কানে
“স্বপ্ন ময়ী স্বপ্ন ময়ী যাবে আমার ছোট্ট নায়?
স্বপ্ন ডিঙায় চড়ে মোরা প্রেমের দাঁড় বেয়ে
অচিন পুরে পৌছে যাব তোমায় সাথে নিয়ে।”
স্বপ্নময়ী আলতো করে জড়িয়ে ধরে হাতে
চুপটি করে বলে উঠ-
“স্বপ্ন কুমার, স্বপ্ন কুমার নাওনা আমায় সাথে,
সপ্ত সাগর পাড়ি দিব স্বপ্ন ডিঙায় ভেসে,
স্বপ্নপুরে ঘর বাধব আমরা ভালবেসে।”
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ