![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ির সাথে আজকে চল সবাই করি আড়ি
হেঁটে হেঁটে একটা দিন না হয় ফিরব বাড়ি।
একটা দিনের এইটুকু ত্যাগ বদলে দেবে অনেক
জানযট আর গাড়ি চাপা কমে যাবে শতেক,
এ্যাম্বুলেন্সে করবেনা রোগী ভিষণ আর্তনাদ,
বসের রুমে থাকবে উঁচু থাকবে মাথা কাধ।
ট্রাফিক ভাইটি খাবে না আর আমজনতার গালি
খুব সহজেই ঘুরব মোরা প্রিয় অলি-গলি ।
একটা দিন নাইবা খেলাম এসির ঠান্ডা হাওয়া
বুকভরে তাই শ্বাসটি নিব এইত পরম পাওয়া।
একটা দিনের গাড়ির খরচ একদমতো কম নয়
সেই টাকাটায় ফুল বিলাব, হবে ভালবাসার জয়।
তাই গাড়ির সাথে আড়ি আমার থাকবে একটা দিন
আরো যারা সাথে আছেন জোরসে আওয়াজ দিন।
©somewhere in net ltd.