![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষ্ট তুমি, দুষ্ট আমি, দুষ্ট আমরা দুজন-
দুষ্টমিতে ভরিয়ে রাখব মোদের সারা জীবন।
যত আঘাত কান্না আসুক বজ্র হয়ে নেমে,
মোদের দুষ্ট রিলেশনে হাওয়ায় মিশে যাবে।
অনেক কিছু ছেড়ে দেয়ার কষ্টগুলো যখন,
কাঁদাবে তোমায় গভীর রাতে একলা হবে ভীষন,
ঠিক তখনি নিয়ে নতুন দুষ্ট দুষ্ট মন-
ঘুচিয়ে দিব সকল কান্না, ভরিয়ে দিব মন।
একলা তুমি রোজ বিকেলে ছোট্ট বারান্দায়
দিনের শেষে মিষ্টি আলো তোমার কপোলটায়
টোল পরা ওই দুষ্ট গাল, দুষ্ট মুখের হাঁসি
তাইতো তোমায় ভালো লাগে খুব যে ভালবাসি।
দুষ্ট হাওয়ায় খোলাচুল উড়ে যাবে যখন
বুঝবে তুমি আমিই ছিলাম হওয়ার বেশে তখন
আরোকত দুষ্টমি যে করব তোমার সাথে
ভরিয়ে দিব তোমার জীবন দুষ্ট ভালবেসে।
©somewhere in net ltd.