![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
আগামী সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী সরকারের বিভিন্ন বক্তব্যে ডঃ তুহিন মালিকের বিশ্লেষন পড়ুন।
ওয়ান-ইলেভেনের আগে দেশের যা পরিস্থিতি বিদ্যমান ছিল বর্তমানের অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ। গতবার তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে একগুঁয়েমির কারণে সংঘাত হয়েছিল। অথচ এবার পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করা হলো। গতবার নির্বাচনে কারচুপি হবে এমন অভিযোগে আওয়ামী লীগ আন্দোলন করলে দেশে জরুরি অবস্থা চলে আসে। অথচ এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো নিশ্চয়তা না পেলে বিএনপিও আগামী নির্বাচন বয়কট করবে নিঃসন্দেহে। তা ছাড়া দলের শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ড মাথায় নিয়ে জামায়াত কোনো নির্বাচনে যাবে কিনা তাতে সন্দেহ রয়েছে। ঈদের পর জাতীয় রাজনীতিতে এসব ঘটনায় অচলাবস্থা সৃষ্টিকারী বিক্ষোভ-আন্দোলনের পরিমাণ বাড়বে মাত্রাতিরিক্ত। এই অচলাবস্থা রাজপথের সংঘাতকে বাড়িয়ে দেবে আরও বহুগুণে।
আসলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটি শুধু বাতিলই করা হয়নি বরং দলীয় সরকারের অধীনে দলীয় মন্ত্রী, এমপি, ডিসিদের তত্ত্বাবধানে নির্বাচন করিয়ে নবনির্বাচিতদের বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার বিধান রাখা হয়েছে।
সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ মতে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বহাল থাকবেন। পঞ্চদশ সংশোধনীর পর বর্তমান সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ মতে, সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন হবে এবং বর্তমান সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করতে পারবেন না। তখন একই সময়ে একই আসনে দুইজন এমপি থাকবেন। সংবিধানের ৫৬(৪) অনুচ্ছেদ মতে সংসদ ভেঙে গেলেও বর্তমান মন্ত্রীরা ক্ষমতায় থাকতে পারবেন। তা ছাড়া অন্য কোনো দল নির্বাচনে জয়ী হলেও প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়লে করার কিছু থাকবে না, যদি না তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। ডিসিসির মতো একই ফর্মুলায় সীমানা নির্ধারণসহ যে কোনো আইনি জটিলতার অজুহাতে সংসদ নির্বাচনের ওপরও স্থিতাবস্থা আসতে পারে এবং জাতীয় নির্বাচনও বছরের পর বছর ঝুলে থাকতে পারে। গত সোমবার জাতীয় সংসদের একটি আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে উচ্চ আদালতে একটি রিট মামলায় আদালত থেকে রুল জারি করা হয়েছে। ইতোমধ্যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বিধানকে সামনে রেখে ‘রাষ্ট্রপতি সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে বর্তমান সংসদকে পুনরুজ্জীবিত’ তত্ত্বটি সুরঞ্জিত বাবু জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীও বলে রেখেছেন, তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচনই হবে না।
কী হতে পারে সামনের দিনগুলোতে? সরকারের ক্ষমতায় টিকে থাকার কৌশলগুলোই বা কী হতে পারে? বর্তমান সংশোধিত সংবিধানের সুযোগ নিয়ে মোটা দাগে ১২টি কৌশল সরকার ব্যবহার করতে পারে।
১. সংবিধানের ১২৩(৩) এবং ৫৭(৩) অনুচ্ছেদের সুযোগ নিয়ে পরবর্তী কোনো নির্বাচন না দিয়ে অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকা।
২. ডিসিসির নির্বাচনের মতো আদালতের স্থগিতাদেশ নিয়ে কোনো নির্বাচন না দিয়ে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় থাকা।
৩. সুরঞ্জিত বাবুর ‘রাষ্ট্রপতি সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে বর্তমান সংসদকে পুনরুজ্জীবিত’ তত্ত্ব দিয়ে ক্ষমতায় থাকা। যদিও সংবিধানের আওতায় এটা করা প্রায় অসম্ভব।
৪. জাতীয় নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ বিষয়ে আইনি জটিলতা তৈরি করে নির্বাচনী তফসিল স্থগিত করে ক্ষমতায় থাকা (ইতোমধ্যে ৫৩টি আসনে জটিলতা তৈরি হয়েছে এবং উচ্চ আদালতেও রিট করে রুল জারি হয়েছে)।
৫. দেশে সংঘাত সৃষ্টি করে রাষ্ট্রপতির কার্যালয়কে ব্যবহার করে দেশে সংবিধানের ১৪১ক অনুচ্ছেদের ক্ষমতাবলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করিয়ে সংবিধানের মৌলিক অধিকার স্থগিত করে কোনো নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকা।
৬. নির্বাচন তফসিল ঘোষণা করে পরিকল্পিতভাবে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন স্থগিত ঘোষণা করে কোনো নির্বাচন না দিয়ে সংশোধিত সংবিধানের সুযোগ নিয়ে ক্ষমতায় থাকা।
৭. পরিকল্পিতভাবে দেশব্যাপী আইন-শৃঙ্খলার মারাৎদক অবনতি ঘটিয়ে তৃতীয় কোনো শক্তির কাছে নিরাপদ প্রস্থানের শর্তে ক্ষমতা অর্পণ করে নিজেদের রক্ষা করা।
৮. বাছাই করা কিছু রাজনীতিবিদকে বিরোধী দল হিসেবে শ’খানেক আসন দিয়ে বিএনপিবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকা (তবে এটা বর্তমান বাস্তবতায় বেশ দুরূহ কাজ)।
৯. বর্তমান সাংবিধানিক আইনের আওতায় ক্ষমতায় থেকেই বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের চেষ্টা (সরকারের কাছে এটাই বোধহয় সবচেয়ে লোভনীয় কৌশল)।
১০. বর্তমান সাংবিধানিক আইনের আওতায় ক্ষমতায় থেকে বিএনপিসহ সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচনের প্রয়াস এবং একটি সাজানো নির্বাচনে ফলাফল ঘোষণায় জয়ী হয়ে ক্ষমতায় বহাল থাকার চেষ্টা।
১১. সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক প্রতিনিধি নিয়ে অন্তর্র্বতীকালীন একটি সরকার গঠন করে সরকারপ্রধান হিসেবে নিজেদের লোকদের বসিয়ে পছন্দমতো সাজানো নির্বাচন করে ক্ষমতায় ফিরে আসা।
১২. গণআন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও নিজেদের পছন্দমতো উপদেষ্টাদের দিয়ে নির্বাচন করিয়ে ‘পোলিং ক্যু’ ঘটিয়ে পুনরায় ক্ষমতায় থাকার চেষ্টা করা (তবে এতে টিকে থাকা কঠিন হবে)।
লেখক : আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ।
http://www.nowbdnews.com/2013/07/27/201837.htm
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩
নানাভাই বলেছেন: আজ প্রধানমন্ত্রী আশঙ্কা করে বলেছেন, "১০ বছরেও নির্বাচন হবে না"।http://www.nowbdnews.com/2013/07/27/202038.htm
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫
ইকবাল পারভেজ বলেছেন: গণেশ উল্টে যেতে সময় লাগে না, শুধু ঢাকার ২০% মানুষ ক্ষেপে গেলেই হাসিনা ইন্ডিয়া পলাইতে হবে|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০
নানাভাই বলেছেন: ক্ষমতায় থাকলে মানুষ নিজের "ভগবান"ও মনে করে। তখন আর আগের/পরের কতা মনে থাকে না!
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: সামনের দিনগুলো ভাল মনে হচ্ছে না।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
নানাভাই বলেছেন: দেশ গোল্লায় যাক, সবার আগে ক্ষমতা।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
৭১বাংলা বলেছেন: হাসিনার উপর কোন বিশ্বাস নেই, বাকশাল এর রক্ত যে তার শরীরে আছে
দেশের ভবিষ্যৎ নিয়ে মহা টেনশনে আছি
আবার না জানি রক্ষি বাহিনী আসে,
তার উপর আবার জয় এর বাকশালী তত্ত,
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
নানাভাই বলেছেন: যা আছে, তা কি রক্ষীবাহিনীর চেয়ে কিছুতে কম?
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮
ফুরব বলেছেন: মানুষের অধঃপতন শুরুর আগে কিছু লক্ষন প্রকাশ পায়। তুহিন মালিক হাসিনাকে সেই সব পয়েন্ট বাতলাইয়া দিতেছেন যাতে পরিপুর্ন ভাবে নরকে যেতে আর কোণ বাধা না থাকে।
হাসিনা সরকারকে ভুলে গেলে চলবে না যে এই রকম একটি নির্বাচন দিয়ে খালেদা জিয়া সরকার গঠন করেছিল কিন্তু তিন মাসের বেশী থাকতে পারে নাই। শুধু তাই নয় ক্ষমতা আঁকড়াইয়া রাখতে গিয়ে আজ ৭ বছর ক্ষমতাহীন ভাবে রাজপথে ঘাম ঝড়াইতাছে।।
৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
একজন ঘূণপোকা বলেছেন:
৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
৭১বাংলা বলেছেন: হাসিনা আপা কি গন মানুষের ভাষা বুজেনা , না কি বুজে ও না বুজার ভান ধরছে । সিটি নির্বাচনে মানুষ যা দিল সবই বেমালুম ভুলে গেল......
হাসিনা তোমার জন্য বড্ড মায়া লাগে, আর ও কত বাশ যে তোমার জন্য অপেক্ষা করছে.......
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪
নানাভাই বলেছেন: ক্ষমতায় থাকলে মানুষ নিজের "ভগবান"ও মনে করে। তখন আর আগের/পরের কতা মনে থাকে না!
৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
টকশোতে দেখা যায় তুহিন মালিক একজন কট্টর জামাত পন্থি!
যে আটক বিচারাধীন যুদ্ধঅপরাধীদের নিরিহ, রাজনৈতিক প্রতিহিংশার শিকার বলেন!
হেফাজত বিতাড়ন কে এখনো ৩০০০ গনহত্যা বলে যাচ্ছেন নির্লজ্জের মত!
এই ধরনের ফালতু লোকদের কথায় পাত্তা দেয়ার কোন কারন নেই।
৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
৭১বাংলা বলেছেন: হাসান কালবৈশাখী
কেন ভাই আম্বালীগ এর পক্ষে বললে সত্য বাদী হয়ে যায় ?????????
দিন বদলাইছে না
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫
নানাভাই বলেছেন: ৭১বাংলা বলেছেন: হাসান কালবৈশাখী
কেন ভাই আম্বালীগ এর পক্ষে বললে সত্য বাদী হয়ে যায় ?????????
দিন বদলাইছে না
১০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ড. তুহিন মালিক দারুণ এক কাজ করেছেন।
এবং তার বক্তব্য সামুতে শেয়ার করে খুব ভাল করেছেন।
ধন্যবাদ।
+++++
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫
নানাভাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪
ঢাকাবাসী বলেছেন: ডেন্জারাস সিচুয়েশন!