নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা মাটির পৃথিবী খুঁজে বেড়াচ্ছি-- যেখানে কোন অশান্তি নেই-- মানুষে মানুষে- জাতিতে জাতিতে- ধর্মে ধর্মে কোন দ্বন্দ নেই-কোন ভেদাভেদ নেই- যেখানে শুধু প্রানভোরে মানুষকে ভালোবাসা যায় আর মনের কথা বলা যায় সেই মাটির পৃথিবী আমি চাই ।

নন্দলাল সরকার

নন্দলাল সরকার › বিস্তারিত পোস্টঃ

নির্ভীক সৈনিক নন্দলাল সরকার

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২


বর্তমান পশ্চিমবঙ্গ সরকার--
তোমরা যা নিতে এসেছিলে, পেয়ে গেছো,
এবার যাও - কেন? কিছুই হলো না সবকিছু শেষ,
ইতিহাসে নিজেদের কোন অবদানই রাখলে না ।
চারটি বছর পরে--
বাংলার মাটিকে শত্রুমুক্ত করতে পুলিশ খেলিয়েছো
পুলিশের দৌড়ানি খেয়েছি, হুমকি খেয়েছি,
কিন্তু আমরা ভয় পাইনি, আমরা নির্ভীক সৈনিক
আমরা রাজপথে রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে
পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন করেছি,
প্রতিবাদ, প্রতিরোধ বিক্ষোভ করেছি,
আমাদের তোমরা হত্যা করেছ ।
তবু মনে হয় দেশের জন্য কিছুই করতে পারলাম না ।
আর তোমরা, করেছো শুধু লুঠ আর লুঠ
ধ্বংশ করেছো শিল্প, কল কারখানা
শ্রমজীবিদের করেছো বঞ্চনা ।

আমাদের পশ্চিমবাংলা সংগ্রামের ইতিহাসে ভরপুর
আগামি প্রজন্ম এসবকিছু কি মিস করছে ?
তাদেরতো এই আন্দোলনে অংশ নেওয়া হলো না।
তাঁরা জন্মাতে জন্মাতে কত কি শেষ হয়ে যাবে
আবার বড় হতে হতে সব কিছুই শেষ
জীবনের অধিকাংশই তখন ইতিহাস হয়ে যাবে ।

আমাদের জনগন,
তোমারাই তো আমাদের কেন্দ্রবিন্দু,
তোমাদের জন্যইতো ঘরে ফিরে আসা
তোমাদের জন্যইতো বেঁচে থাকার তীব্র আকাঙ্খা তৈরী হয় ।
রাজপথে ব্যারিকেড ভেঙে কত মিছিলে অংশনিচ্ছি
শ্লোগানে শ্লোগানে উত্তাল সময়ে চিৎকার করে বলছি
তোমার আমার ঠিকানা গঙ্গা,পদ্মা,যমুনা ।
এসো, জাগো, নামো, পথে নামো,
ঘুমের সাগরে ডুব দিয়েোনা
তাই দেশের এতোসব কান্ডও দেখা হবেনা ।


নন্দলাল সরকার


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.