![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আমরা শ্লীলতা, অশ্লীলতা বলতে শধুমাত্র কাপড় পড়া আর কাপড় ছাড়াই বুঝি। এর বাইরেও এর অনেক যে সংজ্ঞা রয়েছে, তা আমরা জানতে চাইনা। মগজের ব্যবহার বেশী হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, সেই ভয়ে হয়তো।
নতুন বোকাই একটি পোষ্ট পাঠিয়ে অনেক গালি শুনেছেন। আমার কাছে তা অশ্লীল মনে না হলেও তার লেখার শ্লীলতা, অশ্লীলতা নিয়ে মাথা ঘামাতে চাইনা। এর চেয়ে বেশী যেসব অশ্লীলতার মোলাকাত আমাদের প্রতিদিন করতে হচ্ছে, তার একটা লিষ্ট করতে চাইলাম। কয়েকটি পেলাম। তবে মনে হয় এখনো শুরুতেই রয়েছি।
1) খাবার টেবিলে নাক খোটা ও বল তৈরী করা।
2) ডান হাতে পশ্চাদদেশ চুলকোতে চুলকোতে বা'হাতে ঘুষ নেয়া।
3) স্থুলাঙ্গ স্বামী ও স্থুলাঙ্গীনি স্ত্রীর একসাথে শিশু ও বৃদ্ধদের চালানো রিকশায় চড়া।
4) লুঙ্গী হাটুর উপরে তুলে স্কুলগামী মেয়েদের দেখে শিশ দেয়া ও বাজে মন্তব্য করা।
5) পরমুহুর্তেই রাস্তার পাশে ড্রেনে মুত্রত্যাগ করা।
6) মসজিদে যাবার পথে ভিুকদের শুয়ারের বাচ্চা বলে গালি দেয়া।
7) ভুড়িতে মোলায়েম হাত বুলিয়ে শিশু কাজের মেয়েকে সারাদিন গালমন্দ করা।
8) স্ত্রীকে জুতোর ফিতে বেধে দেয়ার জন্যে হুকুম করা।
9) ভীড়ে মেয়েদের গায়ে হাত দেয়ার সুযোগ খোঁজা।
10) বাংলা সিনেমার নায়ক নায়িকাদের পোষাক পড়া সত্বেও কুৎসিত অঙ্গভঙ্গী ও ইশারা।
২| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩২
অতিথি বলেছেন: 11.বিয়ের আগে কনে দেখার অনুষ্ঠান
৩| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৩
নাজিরুল হক বলেছেন: আপনার কথাগুলো সত্য।অশ্লীলতা শুধু পোষাকেই নয় বরং কিছু মানুষ আছে যাদের মনটা এর চেয়ে বেশি অশ্লীল।
৪| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৫
অতিথি বলেছেন: আপনারা সবাই মিলে লিষ্টটা পুরো করে দেয়ার অনুরোধ রইল। সুমনের পয়েন্টটা এক নস্বরে আসা দরকার। এটা ভয়ংকর এক অশী্ললতা।
৫| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৭
অতিথি বলেছেন: ছবিটা কি ইরাকী প্রিজনারদের?
ঠিকাছে @ সুমন চৌধুরি।
3 নম্বরটা ক্লাসিক! আচ্ছা, অশ্লীল কথাটার ঠিক ঠাক অর্থ কি?
৬| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪০
অতিথি বলেছেন: যাহা শ্লীল নয় উহাই অশ্লীল...
এর চাইতে ঠিক ঠাক কোন অর্থ নেই।
৭| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪১
ঝরা পাতা বলেছেন: বিয়েতে যৌতুক দাবী করা।
৮| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪২
সাধু লুইস বলেছেন: উল্টাপাল্টটা যা মনে আসে তাই লিখে কবিতা হিসাবে চালানোর কোশেশ এবং সমমানের "কবি"দের আউলফাউল বাইপ্রোডাক্টের উচ্ছ্বসিত প্রশংসা।
৯| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৪
অতিথি বলেছেন: আস্ত,
অভিধানে আছে অশিষ্টতা বা অভদ্রতা । এখন এই দুইটা শব্দই আবার বিভ্রান্তিকর - প্রত্যেকক্ষেত্রেই সুনির্দিষ্ট সাপেক্ষ উল্লেখ করতে হয় । যৌনসুড়সুড়ি প্রাপ্তির বিষয়টাও ভয়ানক আপেক্ষিক । আমি ''অপমানজনক'' এবং ''নিপিড়নমূলক'' অর্থে শব্দটি ব্যবহার করেছি ।
১০| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৫
সাধু লুইস বলেছেন: বিয়ের অনুষ্ঠানে তেলচর্বিগদগদ শরীর নিয়ে তুমুল হিন্দি গানের তালে তালে ভাংরা নাচার বৃথা চেষ্টা।
১১| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৭
সাধু লুইস বলেছেন: বরিশালের অ্যাকসেন্টে "ওহ ইয়েস বেবি" বলে যৌনতা সঞ্চালনের অপচেষ্টা।
১২| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৮
অতিথি বলেছেন: পুরুষের ওড়না পরিধান...বোম্বে স্টাইলে
১৩| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৯
অতিথি বলেছেন: ইংলিশ মিডিয়াম মাদ্রাসা
১৪| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫০
সাধু লুইস বলেছেন: বিটিভির অনুষ্ঠান।
১৫| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৫
সাধু লুইস বলেছেন: ইদানীং চ্যানেলে উপস্থাপিকাদের মুখে আড়ষ্ট ইংরেজি ও "ভিউয়ারস" সম্বোধন ...
১৬| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৬
ঝরা পাতা বলেছেন: হা হা হা !!!! বিটিভির অনুষ্ঠান !!!! পারফেক্ট !!!!! এইটারে বেস্ট মনে হইলো।
১৭| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৬
অতিথি বলেছেন: আর কি কি ????????
১৮| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৬
অতিথি বলেছেন: তীরন্দাজের তীর!?
১৯| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৭
সাধু লুইস বলেছেন: রুপালি পর্দার অভিনেত্রীদের মুখে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ।
২০| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৮
অতিথি বলেছেন: বিয়ের অনুষ্ঠানে উপহারের টেবিল
২১| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৯
অতিথি বলেছেন: আনু মালিকের সাক্ষাতকার
২২| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৯
সাধু লুইস বলেছেন: স্কুল পেরোনো (মাভৈ মাভৈ) হোঁৎকা মাংসল বালিকাদের বিপরীতে বিটিভি আমলের বয়স্ক বালপাকা এককালের নায়কদের প্রেমের অভিনয়।
২৩| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫৯
অতিথি বলেছেন: হেজাব
২৪| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:০১
সাধু লুইস বলেছেন: রামছাগলদের কাছ থেকে অশ্লীলতার সংজ্ঞা ও কৈফিয়ৎদানের চ্যালেঞ্জ।
২৫| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:০৩
সাধু লুইস বলেছেন: ঢাকার রাস্তায় বিএমডবি্লউ, ভলভো, ইত্যাদির গাদি।
২৬| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:০৪
সাধু লুইস বলেছেন: লোচারামদের মুখে অশ্লীলতার বিরুদ্ধে জেহাদের হুমকি।
২৭| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:০৯
সাধু লুইস বলেছেন: নিজেদের মধ্যে হিন্দিতে বাৎচিত।
২৮| ০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:১১
সাধু লুইস বলেছেন: বাকিটা পরে বলবো।
২৯| ০৯ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫২
অতিথি বলেছেন: - হরতালের সময় রিকসা ভাঙ্গা
- বিয়ের আসরে গহনার ওজন নিয়ে হাসিঠাট্টা করা।
- কবজি ডুবিয়ে খেয়ে খাবারে অসন্তুষ্টি প্রকাশ করা, অথচ অন্যের মুখের দিকে তাকিয়ে ঢেকুর তোলা।
৩০| ০৯ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫৬
অতিথি বলেছেন: হ আমিও জানতে চাই রূচিশীল অশ্লীলতা কারে কয়?
৩১| ০৯ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪৬
মুসাফীর বলেছেন: আমাদের দেশের নেতাদের বাংলা ভাষার অপরুপ ব্যাব হার।
৩২| ০৯ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:১২
অতিথি বলেছেন: - যুদ্ধ
- র্যাব
- র্যাবের চেয়ে অশ্লীল হচ্ছে, আমরা মাইনকার চিপায় পড়ে র্যাবকে বাহবা দিতে বাধ্য হচ্ছি।
৩৩| ০৯ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৪
তীতুমীর বলেছেন: নির্বাচনী প্রতিশ্রুতি ।
৩৪| ১৩ ই আগস্ট, ২০০৬ রাত ১০:১৩
অতিথি বলেছেন: বিহারী উদর্ু এবং ভুল ইংরেজীর মিশ্রণ ।
৩৫| ১৭ ই আগস্ট, ২০০৬ রাত ১১:০৬
ঝরা পাতা বলেছেন: সাকাচৌ আর শে.হা.-র জিহবা।
৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৪১
আপন তারিক বলেছেন: একদম ঠিক কথা
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩০
পথিক!!!!!!! বলেছেন: ধন্যবাদ তীরন্দাজ এরকম সন্দর একটা পোষ্টের জন্য।
আরও আছে...
যেমন
ব্লগে একজন আরেকজনকে গালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষন করা।