নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-৪

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১




অমৃত-ঝরা দুপুর ছেড়ে ছুঁড়ে জলের সবুজ স্বেচ্ছাচারী
আহত ভালোবাসা
একরাশ মায়ার ঔজ্জ্বল্য
দিয়েছে গুনে। আর জীবন রুপালী মোড়কে
আজো বলে,
পৃথিবীর নাবিকের অনুতপ্ত কনসার্ট
একঘেয়েমিতার বারান্দায়
সারারাত বসিয়ে রাখে।

ফুলকলি যেদিন বেহুলা রোদে আলোকিত
লোকালয়ে, অবুঝ অনুমতির অতলান্ত স্বাদ
নিমেষেই প্লাস্টিক মায়ায় ধরে তোলে।
হয়তো আমরা দিনের মায়ায় যদি সেই জীবন;
তুমি দূরের অপ্রতুল
শূন্যতা খুঁজতে কিংবা
নির্লিপ্ততার শুকালো স্বপ্ন রঙের ট্রেন
তারাভরা নরম আকাশে অনন্তকাল
প্রার্থনায় ঘোরগ্রস্ত ফানুস ওড়ালে।

এবার মানুষ প্রজাপতিটা
উচ্ছল অপরাধী
অভিমানে মাতালতা নির্ঘুম থাকলে পরে
এই স্নিগ্ধ খুন
অনুভব কড়া ফেলে না অশক্ত জগতে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর

শেষের লাইনের আগের লাইনে এই স্নিগ্ধ হবে নাকি আপি?

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
স্নিগ্ধ হবে, ভুলের জন্য দুঃখিত, ঠিক করে দেয়ার জন্য আরেক দফা ধন্যবাদ :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:

অদ্ভূত সুন্দর;
মাতাল করা স্তবকসমূহ- শব্দের নান্দনিক ব্যবহার কবিতা মোহময় করেছে!

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীর নাবিকের অনুতপ্ত কনসার্ট
একঘেয়েমিতার বারান্দায়
সারারাত বসিয়ে রাখে।

.............................................................
আমিও হারিয়ে যাব,
অজানা রাতে,
শঙ্খচিল হয়ে , সুখের ঠিকানায়
..............................................................

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

নার্গিস জামান বলেছেন: খুব চমৎকার বলেছেন:)
অনেক ধন্যবাদ :)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন: বাহ্ খুব সুন্দর!

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা পাঠ করলাম।

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

ম.মাসুম বলেছেন: ভালো লাগার মতো একটা কবিতা.। আরো সামনে বাড়ো...

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন:
আপনার কবিতাগুলোর অন্যরকম একটা অন্তর্নিহিত সুর আছে। দু'তিনবার না পড়লে, আমার জন্য বোঝা কঠিন।

শেষ স্তবকটা খুব ভালো লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

নার্গিস জামান বলেছেন: আপনি ও:)

৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: কোন কোন কবিতা পড়লে মনের মধ্যে অন্য রকম অনুভূতি জাগে।
মন ছুঁয়ে যায়। মনকে ভাবায় ......।
আপনার লেখা কবিতা পড়ে আমার তেমনই মনে হয়েছে।
সুন্দর কবিতা আপু।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: ব্লগে প্রতিভাবান কবির সংখ্যা বেশ বাড়ছে।
আপনার কবিতা পড়তে বেশ ভাল লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

নগরসাধু বলেছেন: জয় গুরু!

সত্যি আজ মনটা ভাল হয়ে গেল
পরপর দুটি দারুন কবিতা পাঠে!

ভাল লেখনিতে মাতিয়ে রাখুন পাঠকদের! গুরু কৃপা করুক

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ সাধুজী:)

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: কবির ভাবের প্রাবল্যে দিশেহারা অবস্থা মোর।
কাব্যে ভালোলাগা।
যদি কিছু মনে না করেন,
ঔজ্জ্বল্য, নিমেষে,
অভিমানে মাতালতা নির্ঘুম থাকতে পেরে (লাস্টের দিকে তিন নম্বর লাইনে),
হবে কিনা আরেকবার দেখতে পারেন।
শুভকামনা জানবেন।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আমি প্রতিদিনই শিখছি। প্লিজ মাঝে মাঝে পদধূলি দেবেন।
আপনার এবং চৌদ্দ নম্বর কমেন্টে আহমেদ জী এস সারের কমেন্টের পর কিছুটা ঠিক করার চেষ্টা করেছি :)
পূর্ব বাংলায় 'নিমিষেই' ব্যবহার হতে দেখি, তবে 'নিমেষেই' বেশি শুদ্ধ হবে; ঘোরের মাঝে 'নিমিষে' লিখেছিলাম, ঠিক করে দিলাম।
অনেক অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা:)

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩১

হাবিব বলেছেন: বেহুলা রোদ কি খুবই তীব্র হয়?

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

নার্গিস জামান বলেছেন: বেহুলার পুরো জীবনটাই তো আগুনে পুড়ে তামাটে :)

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: নার্গিস জামান,




সম্ভবত আপনার লেখা এই প্রথম পড়লুম। ভালো লিখেছেন। শব্দচয়নও ভালো।


"নির্লিপ্তির শুকালো স্বপ্ন রঙের ট্রেন" এইখানটাতে মনে হয় শুকানো হবে বা "শুকালো" শব্দটি রাখতে হলে আগের শব্দ "নির্লিপ্তির" বদলে "নির্লিপ্ততায়" হলে বাক্যটি অর্থবোধক হয়।

আবার শেষের স্তবকে -
"অভিমানে মাতালতা নির্ঘুম থাকতে পড়ে" মনে হয় "থাকলে পরে" সঙ্গত।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

নার্গিস জামান বলেছেন: ঘোরের মাঝে অনেক কিছু লিখে ফেলি, সব সময় শুদ্ধ হয় না । গুনীজনেরা গাইড না করলে উন্নতি হবে কেমন করে? :)
কিছুটা ঠিক করার চেষ্টা করলাম।
আপনাকে এবং পদাতিক চৌধুরী সার কে অনেক কৃতজ্ঞতা :)
অনেক অনেক ধন্যবাদ :)

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ও

শুকরিয়া।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কবিতার নান্দনিক শব্দে চমৎকৃত হলাম।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

নীল আকাশ বলেছেন: সুন্দর নান্দনিক কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

শিখা রহমান বলেছেন: কবিতাটা চমৎকার লাগলো।
শুভকামনা কবি।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতার নান্দনিক কবিতা.....
খুব ভালোলাগা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.