নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-৬

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২




ভেজা পৃথিবীর ঘুমন্ত মায়া যত
ঘোরগ্রস্থ রোদে
অবনত অপরাধ সুখে
আফসোস ঝড়ের মুগ্ধতার কাব্যকথা
অথবা
জলের কোন মাধবী
মায়ায় রথে কাঁদে।
আমি ও ঝিনুকগুলি
প্রায়শ:
ইচ্ছাগুলোকে যাপনের
মুগ্ধতায় মরে হয়তো
কথার জলের চিত্রপট দেখে
মৃত্তিকার ইতস্তত দিয়ে
দুই ইচ্ছাকে তৃণের প্রক্ষেপণে
নক্ষত্রের সময়ের দেশে
ফেলে রাখি ।

সৌন্দর্য পাপ কোনটা ধরো?
আমরা ঠোঁটের বারান্দায় কখনো
কৌতূহলের জীবনযাপন
বা বিভাদীপ্ত শান্ত পায়চারি;
একবার অভিমানী হাওয়া
নীরস পুনরাবৃত্তিতে
কুণ্ঠিত আজ নিয়ত যাত্রা;
অথচ ভালোবাসা ছিল পড়ে।


হয়তো বিকশিত কোন
ঘুম সাহস গান,
সূর্য মনে বেদনায়
যখন তুলেছিল
একদিন গোলাপি মহার্ঘ সকালের খেলা
সন্ধ্যায় কবিতা অনেকক্ষণ
খাঁটি বিভাজনে
আরো একা, কোটি বাস্তবতা
ত্রিণাচিকেত পুরুষ
ক্রমপ্রসারমান খুলির সৌখিন মায়ায়
মরীচিকার
উষ্ণ সঠিক ঠোঁট
খুব খুঁজে
ধীরে বিকেল হয়।
অথচ ভালোবাসা ছিল পড়ে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

সোনালী ডানার চিল বলেছেন:

শব্দ আর অনুভবের কারুকাজ দেখছিলাম!
মুগ্ধ না হয়ে কি উপায় আছে! অথচ কতটা বিষাদে ভালোবাসা পড়ে আছে!
শুভকামনা, কবি-

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

নার্গিস জামান বলেছেন: শুভকামনা আপনার জন্যেও :)
অনেক ধন্যবাদ :)

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

ইসিয়াক বলেছেন: আপনার শব্দ চয়ন
অসম্ভব সুন্দর।
কবিতা ভালো হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার এতো সুন্দর সুন্দর কবিতার সুন্দর সুন্দর শিরোনাম হয়। সাবধান কবিতা কিন্তু অভিশাপ দেবে। :)

যাইহোক কবিতায় আরো একটা ভালো লাগা। ++
অসাধারণ শব্দ বাছাই করেন আপনি।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
কবিতা এবং কবিদের অভিশাপ দেয়ার ক্ষমতা অনেক হাজার বছর আগেই মরে গেছে :(

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন কবি- খুব ভালোলাগা

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ:)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪

এফ.কে আশিক বলেছেন: সুন্দর কিন্তু সরল নয়
শুভ কামনা...

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.