নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই -১১

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯



চতুর চেতনায় পিষে শৈশবের যজ্ঞশালা তছনছ জানলাম।

প্রথাবদ্ধ ভগবানের নান্দনিক লেখনী
রক্তে মত্ত অমার্জিত অভিনন্দন
ভণ্ডামির সমুদ্রে আসীন
প্রতিশ্রুতিবান এক প্রখ্যাত উঠেই দেখেছেন কৌলিন্য।

ক্লেদ ও বিস্ময়ের হতে সঙ্গী
তিক্ততার উপর তার ঈর্ষা চিনতে
হাঁটছি। ও দৈত্যর কাছেই বন্দী
বসন্ত আমার।

কি সুখ, কি দুঃখ, কি বেদনার বহ্নিজ্বালা।
কারাগারের যাবে পথ, বেরিয়েছি অসম্ভব প্রতিযোগিতার প্রথম প্রান্তরে।
অস্তিত্ববাদী মৌসুমী পুরহীতের পৌত্তলিকার কামড়ে।
সামনে অস্তিত্বকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ বা অগ্নি পাঁক।
ভিক্ষুকের ছকে
প্রচলিত বীভৎস কোনো কবিতায়
এক জন্ম ভুল রাস্তায় ঘুরে ভুল বৈঠকখানায়।
ও দৈত্যর কাছেই বন্দী
বসন্ত আমার।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা
কিন্তু সুমো কুস্তিগীররে দেইখ্যা ডরাইছি হাহাহাহা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ আপু :)
উনি উত্তর কোরিয়ার জনপ্রিয় নেতা কিম :)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

সাইফ নাদির বলেছেন: বেশ লেগেছে কবিতাটি

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় ছবির সাথে কবি দা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক জন্ম ভুল রাস্তায় ঘুরে ভুল বৈঠকখানায়।
ও দৈত্যর কাছেই বন্দী বসন্ত আমার।

..............................................................
কি সুখ, কি দুঃখ, কি বেদনার বহ্নিজ্বালা।
চলমান জীবনের জ্বালা , এটাইতো জীবন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

নার্গিস জামান বলেছেন: এটাই জীবন ভাইয়া :)
অনেক ধন্যবাদ :)

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কম্মো নয়। :(

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

নার্গিস জামান বলেছেন: আজকের কবিতা তো অনেক ডাইরেক্ট ছিলো, লুকানো ভাব কম :(
কষ্ট করে পড়ায় অনেক ধন্যবাদ :)

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

নার্গিস জামান বলেছেন: অনক ধন্যবাদ ভাইয়া :)

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

বাকপ্রবাস বলেছেন: যে দ্বৈত্ব আপনার বসন্ত আটকে রেখেছে তাকে দেখলাম। খুব একটা ভয়ংকর মনে হলোনা, ভয় হয়, তার প্রেমেইনা পড়ে যান হা হা হা
-
কবিতা সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

নার্গিস জামান বলেছেন: কিম জনপ্রিয় নেতা, সবাই ভালোবাসে :)
অনেক ধন্যবাদ :)

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

পবিত্র হোসাইন বলেছেন: শক্ত, অনেক শক্ত, বুঝতে পারছি আমার ভালো টুথপেস্ট ব্যবহার করতে হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

নার্গিস জামান বলেছেন: আমার লেখালেখির বয়স অনেক কম বলে বেশ কিছু ভুল হচ্ছে, চেষ্টা করছি ভুল গুলো শুধরানোর, গঠন মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ:)

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

রুমী ইয়াসমীন বলেছেন: ভীষণ কঠিন!!!!!!!! :(

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

নার্গিস জামান বলেছেন: পরের বার আরো সহজ করতে চেষ্টা করবো আপু :)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন: উদ্ভুত ছবি ও কবিতা........

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: দৈত্য বেশি দিন বন্দী করে রাখতে পারবে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

নার্গিস জামান বলেছেন: কলিযুগে দৈত্যই ভগবান :(

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: শিরোনামের দরকার নেই। কবে আপনাকে আমার কবিতা সংকলনে যাওয়ার দরকার আছে।

আপনি অনেক ভাল লেখেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

নার্গিস জামান বলেছেন: আমি নবীন লেখক। আপনারা ভালোবেসে যা দেন আমি হাত পেতে নেই, যদিও এর যোগ্যতা আমার নেই।
অনেক ধন্যবাদ :)

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: এখানে কিমের ছবি দিলেন কেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

নার্গিস জামান বলেছেন: মন ভালো না থাকায় রাজনৈতিক কবিতা লিখেছিলাম :(
কিমের মতো রাজনৈতিক নেতারা সকল সবুজ চুষে ছোবড়া বানিয়ে ফেলছে, যা কিছু সুশীল সব এদের ভন্ডামীর কাছে পদানত, সাহিত্যের ভূবনও রেহাই পাচ্ছে না :(

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাল লেগেছে ।
আপনার সবগুলি কবিতাই এক নজর দেখে এসেছি ।
কবিতার সাথে প্রচ্ছদ ছবিগুলোও সুন্দর হয়েছে।
মনে হচ্ছে আমরা শক্তিমান একজন কবি পেতে যাচ্ছি এ ব্লগে ।
বিজন' দার মন্তব্যের জবাবে আপনার উত্তর হয়েছে খাসা -
কিমের মতো রাজনৈতিক নেতারা সকল সবুজ চুষে ছোবড়া বানিয়ে ফেলছে,
যা কিছু সুশীল সব এদের ভন্ডামীর কাছে পদানত, সাহিত্যের ভূবনও রেহাই পাচ্ছে না :)

কামনা করি কবিতা লেখা চলুক দুর্বার গতিতে ।

শুভেচ্ছা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
অনেক শুভ কামনা :)

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা আপনার !!
খুব ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.