নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই - ১২

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬


আকাশের নক্ষত্রের খাঁচার নীচে,
এখানে তোমাকে খুঁজিয়া যায়
বড় টিপ পরা এক অপেক্ষমান লজ্জাবতীর শাখা।

ক্ষেত থেকে বলেছিলো--
কি কথা শুকায়ে এক পৃথিবী হয়।
পাহাড়ের চুলে
খুব হলদে নিঃশব্দ কিছু ঠান্ডা
মধ্যযুগীয় সিড়ি ঘরটায়
যে আজ প্রয়াত পদবিন্যাস রেখেছিল
দিয়ে গেল তোমার পিছনে মালা।

ঝরা মানুষের
তরল জ্বলন্ত সময়ে
ভরাট মাঠের উপর আকাশটুকু ঝুঁকে
রাতে
অদম্য আগুন যেখানে খেলা করেছিলো
ভুল স্বরে আলোড়নে
বজ্রাঘাতে
দীর্ঘায়িত বছরে।
তোমার সময় যুক্ত অনুমান কিংবা আদর
আপনি দেয় শীতের বাতাসের সমৃদ্ধ স্বাদ ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন কোমল আদরমাখা লেখা।
অনেক সুন্দর।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিকে অভিবাদন জানাই এই অপরূপা এক কাব্যের সৃষ্টির জন্যে। শুভকামনা সতত!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২

নার্গিস জামান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)
আপনার জন্যেও শুভকামনা :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা ভালো লেগেছে। ;)

কিন্তু, আপু, ছন্দটা বুঝতে পারিনি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
ছন্দের আমিই বা কি বুঝি ? :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: সুন্দর লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

সাজ্জাদ শুভ বলেছেন: অসাধারণ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে আপনার শিরোনাম নেই -১২।

শুভকামনা জানবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ স্যার :)
আপনার জন্যেও অনেক শুভকামনা :)
স্যার, অফলাইনে কয়েকবার আপনার পাতায় গিয়েছি, নতুন কোন কবিতা পাই নি, আপনি কি কোন অভিমানে কবিতা লেখা বন্ধ রেখেছেন?:(

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি অনাবশ্যক স্যার বলে আমাকে অস্বস্তিতে ফেলবেন না। একটা সম্মোধন যদি বলতেই হয় তাহলে ভাই বা দাদা বললেই আমি খুশী হবো।

আর আপনি আমার ব্লগে এসেছিলেন জেনে আমি আনন্দ পেলাম। তবে আমি কবিতা লিখতে পারি না কাজেই আমার ব্লগে আপনার কোন কবিতা না দেখাটাই স্বাভাবিক। আমি মূলত একজন পাঠক। অন্যের লেখা পড়ে বেশি আমোদিত হই। তবে দৈবাৎ মনের এলোমেলো ভাবনাগুলোকে গল্পে রূপদানের চেষ্টা করি। সে দিক দিয়ে আমার পরিচয় যৎসামান্য একজন হাতুড়ে লেখক বৈকি।

শুভকামনা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

নার্গিস জামান বলেছেন: আপনাকে অস্বস্তিতে ফেলার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। কোনোভাবে আমার একটা ভুল ধারণা জন্মেছিলো যে আপনি একজন শিক্ষক, এজন্য স্যার বলে সম্মোধন করেছিলাম। ত্রুটি মার্জনা করার বিনীত অনুরোধ করছি।

কবিতার বিষয়েও আমার ভুল হয়েছে। অন্য কারো সাথে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম। ব্লগে অপূর্ব একটা কবিতা পড়েছিলাম, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবন চক্র কি ভাবে চলছে এই নিয়ে। ছেলে যখন বাবা হয়েছে, শৈশবের কথা তার মনে পড়ে যাচ্ছে, তার বাবা তাকে কি স্নেহে মানুষ করেছে এসব আরকি।

আমি ব্লগে নতুন বিধান ভুল-ত্রুটি সহজ দৃষ্টিতে দেখার অনুরোধ করবো ।
আপনার জন্যেও অনেক শুভকামনা :)

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

শিখা রহমান বলেছেন: নার্গিস কবিতা ভালো লেগেছে।

তবে আপনি কি সাধু আর চলিতের মিশ্রন ইচ্ছা করে করেছেন নাকি অনিচ্ছাকৃত ভুল?

শুভকামনা কবি। আপনার কবিতারা শিরোনাম খুঁজে পাক সে কামনা করছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

নার্গিস জামান বলেছেন: আপু, এই ভুল আমার জানার ভিতরেই ঘটেছে, অন্য কিছু বা কাউকে অনুসরণ করতে যেয়ে এমন হয়েছে :)
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)
আপনাকেও অনেক শুভকামনা :)

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা অনেক ভালো লাগলো আপি
কিন্তু আপনি কই? কেমন আছেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

নার্গিস জামান বলেছেন: আপু, অনেক দুঃখিত। পিসির সমস্যার কারণে আসতে সমস্যা হচ্ছে :(
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

আলমগীর কাইজার বলেছেন:
দারুণ।

বিজয়ের শুভেচ্ছা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)
আপনাকেও:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.