নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই -১৪

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫



ঝলমলে নির্জনতার মসৃণ গন্ধ
চিরকাল তরতাজা রেখেছে, থাক
মাটি বা পাথরে যত কিছু নাম রঙ কেটেছে
অথবা একান্ত বিন্যাস
যেখানে সময় কাব্যের আবরণ ।
উপরে এখনো পাহাড়ের আসনে
লক্ষ্য বেয়ে বৃষ্টি
গিয়েছিল ছুয়ে চকচকে ইন্দ্রিয়কে কয়েক বার;
রত্নগুলির আবেগ যুদ্ধে সে রাতে বন্ধন হলো
সময়– এই চিৎকার জীবনের ।

এখনও জমাটবদ্ধ , আগুনের মুক্তো
তুমি এবং তোমার ঘরটায়।
আর হিমাত অপেক্ষমান আমি আর রাত্রি।
ভুল আমার ছন্দ, কবিতা না।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

ইসিয়াক বলেছেন: চমৎকার

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য।
পেইন্টিংটাও ভাল লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: লাইকসহ ভালোলাগা রইলো, আপু। ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন: প্রকাশ প্রগাঢ়!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

নীল আকাশ বলেছেন: এই প্রথম শুধু ছবির জন্য আমি কারও পোস্ট প্রিয়তে নিলাম।
এই ছবি আমি কি একটা গল্পের জন্য ব্যবহার করতে পারি? ছবির সূত্রের জায়গায় আপ্নার নাম লিখে দেব!
আপনার কবিতার সবচেয়ে আর্কষনীয় দিক হচ্ছে উপমার চমৎকার ব্যবহার এবং শব্দের অতুলনীয় মিশ্রণ। তবে মজার ব্যাপার হলো এই সিরিজের প্রতিটা কবিতা পড়ার পর কেন যেন আমার মনে হয়, কিছু যেন শেষ হয়েও শেষ হয় নি। অনেকটাই ছোট গল্পের মতো।
ভালো থাকুন এবং বেশি বেশি করে পোস্ট দিন।
শুভ রাত্রী।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আসলে ছবি আঁকার দক্ষতা আমার নেই, সব ছবিই বিভিন্ন ওয়েব সাইট থেকে নেয়া। এই কবিতার সাথে যুক্ত ছবিটি https://www.saatchiart.com/art-collection/Artush-Voskanyan/966944/276954/view -এই লিংক থেকে নেয়া; কাজেই নিশ্চিন্তে ব্যবহার করুন। :)

আপনার জন্যেও অনেক শুভকামনা :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: গভীর অনুভব

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভব কবি আপু
সত্যই কবিতা আর ছন্দ দুটো দুই জিনিস---------

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

নার্গিস জামান বলেছেন: কবিতাতো অনুভবেরই বিষয় :)
অনেক ধন্যবাদ :)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

নীল আকাশ বলেছেন: লিংকটা দেবার জন্য ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

নার্গিস জামান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.