নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-১৮

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯



হয়তো ঝরে পড়েছিল সেখানে রাতে
মাটির মতো সে
মৃত কাব্যগুলো টেনে;
আচ্ছন্ন আগুন বারবার দাঁড়প্রান্তে চেয়ে
অস্থায়ী তুষারের গলে যাওয়া কিছু গন্ধে,
অগাধ তরাসে জ্বলন্ত গানের দরজায়,
সরাসরি কদর্যতায়,
যন্ত্র-সংগীতের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝিতে
ঘাসের ও পিঁপড়ের তন্দ্রায়,
তীব্র নয় আসলে ঝুপঝুপ শূন্যতায়,
নিবিড় স্বস্তির ফুল বাগানে,
আকাশের হাঁটে সানাইয়ের খোঁজে,
বাতাসের শিশির নির্দ্বিধায় শুকিয়ে যাওয়া শব্দে,
এদিক ওদিক থাকা স্মৃতির আভা
জমিয়ে।

রাত্রি হাজার এসেছে আত্মহোমের বিস্মৃতিলোকে হেঁটে,
মুক্তির কষ্টে। নক্ষত্রের ফাঁসি দেয়া আলোয় দেখেছি
কবির দহন; সৃজনশীল কতোটা সময়– শব্দহীন
পাথুরে মানুষের পাতায়। রশ্মিময় সেদিন
সৃজনশীল সাগরের টেবিলে
এক রক্তক্ষরিত কবি অর্থহীন হয়েছিল।


খলিল জিবরান স্মরণে।
জন্ম: ০৬ জানুয়ারি, ১৮৮৩।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কাহালিল (খলিল) জিবরানের প্রতি শ্রদ্ধা।
আপনাকে শুভেচ্ছা।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)
আপনাকেও শুভেচ্ছা :)

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

নুরহোসেন নুর বলেছেন: কবিকে বিনম্র শ্রদ্ধা, উনার আত্মার শান্তি কামনা করছি।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার প্রবাহ নদীর মত নিরবধি নিরবিচ্ছিন্ন কলকলিয়ে বয়ে গেছে কবির স্মৃতিতে শ্রদ্ধা ভরে...

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর বলেছেন:)
ধন্যবাদ :)

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

ব্লগ মাস্টার বলেছেন: কবির প্রতি শ্রদ্ধান্জলি থাকল । :(

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

নার্গিস জামান বলেছেন: শ্রদ্ধাঞ্জলি :)
ধন্যবাদ :)

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
দারুন আবেগময়।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা খানি। (খলিল) জিবরানের প্রতি রইল শ্রদ্ধা।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মনে হইল শেষের ৬টা লাইন পড়া হয়ে গেলে আগের লাইনগুলা কেন পড়লাম?
এবং এই ছয়টা লাইনই আসলে কাব্যিক।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

নার্গিস জামান বলেছেন: আসলেই :)
ধন্যবাদ :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

রেযা খান বলেছেন: ভালো লেগেছে..

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ:)

৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

সাইন বোর্ড বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম ।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ:)

১০| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬

ইসিয়াক বলেছেন: চমৎকার।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ:)

১১| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: খলিল জিবরানের প্রতি শ্রদ্ধা
ছবির সাথে লেখার মিল পেলাম।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ:)

১২| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার বুননে অসাধারণ কবিতা ।
(খলিল) জিবরানের প্রতি রইল শ্রদ্ধা।
শিরোনামহীনের কবিকে শুভেচ্ছা।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আপনাকেও শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.