নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলী কাওসার

আলী কাওসার › বিস্তারিত পোস্টঃ

যারা নিজেরে জিনিস মনে করেন টেরাই মারেন

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

জিনিস ভাইরা টেরাই মারুইন দেহি :D

মন্তব্য ৫৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

কিরমানী লিটন বলেছেন: 3-3*6+2
=o*6+2
=0+2
=2 Ans.

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

আলী কাওসার বলেছেন: প্রাইমারী স্কুল ক্যামতে পার করলেন ?

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

গোধুলী রঙ বলেছেন: -১৫ প্লাস ২ = -১৩, আগে মাইনাস পাইছে তাই যোগের আগে ঐটার কাজ সারবে।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

আলী কাওসার বলেছেন: যেহেতু ব্রাকেট নেই তাই গুন ভাগ আগে হবে। আর তাই আপনে সঠিক আন্সার দিছেন। আপনি পঞ্চম শ্রেনী পড়ে পাস দিছিলেন

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

ভারসাম্য বলেছেন: -১৫ হবে। অপারেটর প্রীসিডেন্স অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ-বিয়োগ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

আলী কাওসার বলেছেন: আপনের ভুল হইয়াছে। আপনাকে পঞ্চম শ্রেনীতে অকৃতকার্য ঘোষনা করিলাম

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রণব দেবনাথ বলেছেন: ৩-১৮+২=-১৫+ ২=-১৩

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

আলী কাওসার বলেছেন: ফাঁস, ফাঁস, আপ্নে ফাঁস.। আপ্নেরে কিলাস সিক্সে পদোন্নতি দেলাম ;)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

কিরমানী লিটন বলেছেন: পাশ করি নাই আফনের লগে পড়তাম চাই ভংক হিকতে, আফনি মালা ঘানী :P =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

আলী কাওসার বলেছেন: মাইনষে টেরাই মারতাছে। আফনেও শিখবাইন আমিও শিখবাম ;)

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

In2the Dark বলেছেন: ১৭

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

আলী কাওসার বলেছেন: কুন ফর্মুলায় ভাই ?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: BODMAS রুলে -১৩।

কিন্তু এইখানে কিঞ্চিত ভুল আছে। ব্র‍্যাকেট লাগবে।

আদারওয়াইজ ২ বা ০ ও ভুল উত্তর বিবেচিত হবে না।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

আলী কাওসার বলেছেন: ুন বদ্মাইস এই বদ্মাইস রুল বানাইছেলো ? রুলের বিস্তারিত জানবার চায় গাতি

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

কিরমানী লিটন বলেছেন: 3-3*6+2
=o * 8
=0 Ans. 3-3*6+2
=o * 8
=0 Ans.

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

আলী কাওসার বলেছেন: আগে না ২ দেছিলেন ?

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

কিরমানী লিটন বলেছেন:

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

আলী কাওসার বলেছেন: আফনের জিব্বার সাইজ মাশাল্লা ভালু ;)

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: Click This Link

visit this link and read বিস্তারিত about BODMAS rule.

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

আলী কাওসার বলেছেন: ফসুস , বসমাইসি রুল মাইন্সে পঞ্চম শ্রেনীর পরেই খাইয়া বসিয়া আছে

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

In2the Dark বলেছেন: প্রথমে গুণ, তারপর যোগ, শেষে বিয়োগ।

3*6 = 18
18+2 = 20
20-3 = 17

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

আলী কাওসার বলেছেন: ফেল, ফেল, পঞ্চম শ্রেনী ফেল। -১৩ উত্তর

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: Simplifying
3 + -3 * 6 + -2 = 0

Multiply -3 * 6
3 + -18 + -2 = 0

Combine like terms: 3 + -18 = -15
-15 + -2 = 0

Combine like terms: -15 + -2 = -17
-17 = 0

Solving
-17 = 0

Couldn't find a variable to solve for.

This equation is invalid, the left and right sides are not equal, therefore there is no solution :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

আলী কাওসার বলেছেন: একটা সরজ জিনিস রে কত কঠিন কইরা প্যাচাইলো মাইন্সে । খেকজ ;)

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ইমরান আশফাক বলেছেন: -১৩

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

আলী কাওসার বলেছেন: ফাঁস, ফাঁস। আপ্নে ফাঁস । আপ্নেরে কিলাস সিক্সে পড়োবার চান্স দেয়া হইল ;)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আরণ্যক রাখাল বলেছেন: আগে ভাগ, তারপর গুন, দেন যোগ অতঃপর বিয়োগ| সরলের ফর্মুলা|
-১৩ উত্তর

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

আলী কাওসার বলেছেন: ফাঁস, ফাঁস, আপ্নে পঞ্চম শ্রেনীতে ঠিকঠাক পড়ছিলেন । আপ্নেরে কিলাস এইটে সরাসরি উঠাই দেয়া হইল ;)

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

ভারসাম্য বলেছেন: তাইতো! শেষের +2 খেয়াল করিনাই মনে হয় তখন। কিন্তু অপারেটর প্রীসিডেন্স যেটা দিয়েছি ঠিকই আছে। ব্র্যাকেট না দিলেও -১৩ই উত্তর হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

আলী কাওসার বলেছেন: খিয়াল না কইরা ভুল করছেন। প্রাইমারী ফেইল। খেক খেক ;)

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১২

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কিরমানী লিটন বলেছেন: 3-3*6+2
=o * 8
=0 Ans. 3-3*6+2
=o * 8
=0 Ans

সহমত!!

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

আলী কাওসার বলেছেন: আফনে সহমত জানাইয়া আফনে কিন্ডারগার্ডেন ফেইল বলিয়া প্রমান দিলেন। খেক খেক :)

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬

In2the Dark বলেছেন: -3*6 = -18
3+2 = 5

5+(-18) = 5-18 = -13

থ্যাংকস।


আসলে পড়েছি আমরা সকলেই, রাইট?? চর্চা না করায় একসময় তা স্মৃতি থেকে হারিয়ে যায়!

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আলী কাওসার বলেছেন: চচ্চরি না করার লাগিয়া কিলাস ফাইভে দুইবার পড়ার সুপারিশ করিলাম। ;)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৫

সায়েম রুমী বলেছেন: প্রাইমারী স্কুলে যাওয়ার ভয়ে এন্স্যারই দিমুনা

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আলী কাওসার বলেছেন: ভীতুগো লাইগা প্রাইমারীও না, কিন্ডারগার্ডেন। খেক খেক ;)

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

কাউন্টার নিশাচর বলেছেন: হাঁসতে হাঁসতে মুতে দিলাম
B-))
মুতে মুতে হাসলাম

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

আলী কাওসার বলেছেন: ুতের উপর শুইয়া গড়াগড়ি খান অখন ;)

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: -১৩।

আল্লাহ ব্লগে পেরাইমারি হিস্কুল লাগবো।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

আলী কাওসার বলেছেন: হাই ইস্কুল। কিলাস সিক্সে প্রমোশন দেলাম তুমারে । খেক খেক ;)

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

ডরোথি গোমেজ বলেছেন: এই অংক করার ইচ্ছে নাই। এইখানে যে উল্টাপাল্টা কাজ চলতেছে সেইজন্য একটা তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করছি।
সরাসরি এইট ……

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আলী কাওসার বলেছেন: কিলাস ত্রি ফাঁস মেম্বর লইয়া টডন্ঠ খমিঠি ? খেক খেক । কিলাস টুতে ডিমোশন কনফার্ম ;)

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

খালেদ সাইফুল্লা বলেছেন: 3-3*6+2 =
=3-3*8
=0*8
=0
100% হইছে ধন্যবাদ চাই

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আলী কাওসার বলেছেন: কিলাস টু ফেইল। কিলাচ ওয়ানে ডেমোশন দেলাম

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

হাসিনুল ইসলাম বলেছেন: BODMAS: Brackets, Orders (powers and roots), Division and Multiplication, Addition and Subtraction.
এ কারণে ৩-৩x৬+২ = ৩-{(৩x৬)+২} = ৩-{(১৮+২)}=৩-২০= - ১৭
আপনি ১৩ কিভাবে পাচ্ছেন?

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আলী কাওসার বলেছেন: ব্রাকেট দেখলেন কই ? আনলেন কুথা থাইকা ?

৩-১৮+২ = ৩্-১৬= -১৩

সোজা হিসাব।

কিলাচ ফাইভ রিএডমিসন। খেক খেক ;)

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

নতুন বলেছেন: -১৩

৫ সেকেন্ড লাগছে... গুগুল ক্রেমের এড্ড্রেসবারে লিখে দিছি. = -১৩ আসছে..

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

আলী কাওসার বলেছেন: আফনে কিলাচ টেন পরীক্কা চাড়াই ফাঁস। ফাঁস ফাঁস ফাঁস ;)

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

নতুন বলেছেন: 3 - 3 x 6 + 2
= 3 -(3 x 6) + 2
= 3 − 18 + 2
= -15 + 2
= -13

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আলী কাওসার বলেছেন: কিলাচ নাইনে ডিমোশন দেলাম বদমাইচি রুল যতাযত রুপে ফলু না করিবার জইন্য ;) ;)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গেম চেঞ্জার বলেছেন: 3-3*6+2

= ৩ - (৩*৬) + ২

=৩ - ১৮ + ২

= ৫ - ১৮

=-১৩

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আলী কাওসার বলেছেন: উত্তর সঠিক হইলেও সমাধান সরল রুপে হইত এম্নে

৩-১৮্+২ = ৩-১৬ = -১৩

যুগ আগে করার কতা । কিলাচ সেভেন বরাদ্ধ করা হলু

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

গেম চেঞ্জার বলেছেন: শুনেন মিয়াভাই,

অংকের (বিশেষত সরল অংকের ও সমীকরণের) নিয়ম ফলো না করায় স্যারের সাথে তর্কযুদ্ধ হইছিল।

উত্তর যদি সেম হয় তবে ইচ্ছেমত নিয়মে করলে কুনো সমিস্যা দেখি না।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আলী কাওসার বলেছেন: শুনেন মেয়া ভাই। নীচে থাকলে উপরের সমস্যা মাথায় বুঝবেন না। এই রুলগুলা করনের একটা কারন আছে। এইটা যন্ত্রের একটা বিশেষ দুর্বলতার সমাধান দেয়। আরো অনেক আচে। আপনের শিক্ষক ওই জ্ঞানটা জানতেন না তয় আপনেরে কেউ যদি জিগায় তাইলে আপনে যাতে সঠিক উত্তর দিতে পারেন তার লাইগা কইতাচি। ধরেন একটা ক্যালকুলেটরের কোডই করলেন, সে যদি না জানে যোগ আগে করবে নাকি বিয়োগ তাইলে সে কোনদিকে আগাবে ? হ্যাং খায়া বইয়া থাকপে? তারে আপনার অবশ্যই বইলা দিতে হবে বাম থাইকা ডানে সরতে থাকলেও তুমি যদি যুগ আগে পাও যুগই আগে করবা, এরপর বিয়ুগান্তক পরিনতি ভাইবো। খুব সরল সমীকরনে একটা আগে করলেই হইলো কিন্তু জটিল সমীকরনে অনেক সমস্যা হইতে পারে। ওইটা বুজাইতে গেলে থিসিস লাগবে। আবার কম্পিউটার চিনে কেবল শুইন্য আর এক । ওর কাছে কুনু বিয়োগ নাই, বিয়োগও একধরনের যোগ।

লেচকার দেলাম । কিলাচ ফোর পুনঃবরাইদ্দ করা হলু। খেক খেক ;)

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: বডমাস এর নিয়মটা তো আমি ফলো করসিই

আগে গুণ তারপরে যোগ বিয়োগ.......

যোগ বিয়োগের সময় আমি ইচ্ছেমতো বিস্তৃত করবো কুনো সমস্যা নাই :-<

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

আলী কাওসার বলেছেন: সমিস্যা আচে মেয়া ভাই । গোড়ায় যদি প্রাকটিচে গলদ থাকে তয় পরেউ সমিস্যা হয় । দুইন্যার হাজার হাজার প্রোগ্রামার , হাজার হাজার লজিক ডিজাইনার , যদি একটা বেসিকে না থাকে তাইলে স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেইন্টেইন করা ঝামলা হই যায় । ইন্টিগ্রেশনে ঝামলা হয় । তাই ছুটু থাইকাই যাহা সঠিক তাহা হুবহু ফলু করা দরকার । গনিত হচ্চে থিউরি , আর গনিত নিয়া অংক করা হয় । অংক হলু সমিস্যা । এক লাইনে না থাকলি এক অংকু আরু অনেক অংকুর জন্ম দেতি পারে । ;)

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: বুইজ্জালচি..........

আপনে সঠিক শব্দের ডেফিনেশনে তালগোল পাকাইয়ালচেন..........। থাকুন আপনের থিওরী নিয়া......।


আমি নিজেও একজন প্রোগ্রামার........ সি দিয়া ডেভেলপ করি ..........। আমারে এইগুলা শেখানো লাগবু না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.