![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন
আসিবেনা আর ফিরে
শীত শেষে কোন এক দিনে,
দিন ব্যাপী হবেনা আর থাকা
হবেনা দিন আনন্দ ঘনমাখা।
আসিবেনা ফিরে কোনদিন
সত্যি হবেনা দিন রঙিন;
শোধিবেনা ভালবাসার ঋন,
একদিন আমিও হয়ে যাব ক্ষীণ।
হয়তো আসিবেনা দেখিতে মৃত্যু
মৃত্যু খবর শুনে আসিবেনা অশ্রু;
বাস্তবতা হয়তো এভাবেই শুরু
সহসা নাম শুনে কুচকাবে ভ্রু,
একদিন।
আসিবেনা আর ফিরে
বালকের ছোট্ট এই নীড়ে;
ব্যাস্ত সময়ের ভিড়ে
আসা হয় না কোনদিন।
১৫/১০/১৪ইং
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
নাসির ভাই বলেছেন: জ্বী ভাই আপনাদের জন্যই আসলাম অনুপ্রেরনা দিয়ে পাশে থাকবেন।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ব্লগে স্বাগতম ভ্রাতা
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩
নাসির ভাই বলেছেন: ধন্যবাদ নেবেন ভ্রাতা
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
খাটাস বলেছেন: ওরে নাসির ভাই যে।
ওয়েলকাম টু সামু