নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেহেতু আর মানুষ হওয়া হলো না, ঠিক সময়ে জীবনকে চেনা হলো না, ঈশ্বর চলুন পানশালায় যাওয়া যাক।

নাসির ভাই

নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন

নাসির ভাই › বিস্তারিত পোস্টঃ

আত্ত্বকথন

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

কি? এভাবে আর কতদিন?

-কে জানে কতদিন।

উদাস বসে থাকলে হবে?

-না হলে না হবে,তাতে কি যায় আসে!

তাহলে আগের মত সব কিছু করে যাও?

-সব কিছু কি আর আগের মত পাব?

সব পেতে হবে কেন? সবাই সব পায় না।

-সবাই না আমিই কিছু পাইনা, পাড়ি না।

ফোন দাও কথা বল?

-আমার কন্ঠ তার বিরক্তি লাগে।

লাগবেই তো কথা না বলে চুপচাপ থাকলে তো বিরক্ত হবেই

-কি বলব সে কথা খুজে পাইনা যে?

সারাদিন তো সবার সাথে কথার ঝুলী নিয়ে বস তখন?

-জানি না, তার সামনে কথা হারায় ফেলি।

এভাবে তুমিও তো হারায়ে যাইতেছ সবার থেকে?

-না একজন ঠিক মনে রাখে, রাখবে। তোমার প্রশ্ন শেষ হলে যাও তো একা থাকতে দাও।

সবার থেকে তো দুরেই আছ,একাই তো আছ, এখানে তো আর কেও নেই...-



৬/১১/১৪ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.