নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেহেতু আর মানুষ হওয়া হলো না, ঠিক সময়ে জীবনকে চেনা হলো না, ঈশ্বর চলুন পানশালায় যাওয়া যাক।

নাসির ভাই

নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন

নাসির ভাই › বিস্তারিত পোস্টঃ

"প্রশ্নের প্রলাপ"

২৬ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৯

আচ্ছা সাঞ্জু
এখনো কি কুয়াশাচ্ছন্ন ভোঁরে গরম ভাপা পিঠা কিনতে আস?
এখনো কি খেজুরের রসের জন্য এপাড়া ওপাড়া ঘোরো?
জানো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে??

এখনো কি প্রথম সূর্যোদয়ে পিঠ পেতে বস?
এখনো কি জমাট বাধা নারকেল তেলের কৌটা নিয়ে বস রোদে?
জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে??

আচ্ছা, এখনো কি তুমি হাতে তৈরী লাল টুপিটা পড়?
আর সেই লাল নকশী চাদরটা? পড়?
ঐ যে সেই লাল চাদরটা!!
খুব জানতে ইচ্ছে করে জানো? খুব?



**কিছু প্রশ্নের উত্তর কখনোই মেলে না।কখনো উত্তরদাতা নিজেই অদৃশ্য হয়ে যায়।প্রশ্ন প্রশ্নই থেকে যায়। প্রশ্নের উত্তর পাওয়ার আগেই নতুন প্রশ্ন উকি দেয় আবার। প্রশ্নের প্রলাপ বকে যায় প্রশ্নকর্তা। প্রশ্ন করতে করতে প্রশ্নকর্তাও এক সময় অদৃশ্য। তখন প্রশ্নগুলো নিজেই নিজের প্রলাপ বকবে, আর বলবে কেন তাদের আনা হয়েছিল???**

নাসির উদ্দিন
২৬/১১/১৪ইং রাত্র

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু কিছু বানান আবার দেখতে পারেন।

ভাল্লাগছে।

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

নাসির ভাই বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।ভুল গুলো একটু ধরিয়ে দিলে ভালো হত। এখনো অনেক কাঁচা

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

নাসির ভাই বলেছেন: ধন্যবাদ নিবেন ভ্রাতা আর অনু প্রেরনা দিয়ে পাশে থাকবেন

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো হয়েছে ++

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

নাসির ভাই বলেছেন: ধন্যবাদ নিবেন। আমিও বাডডায় আছি। সাক্ষাৎ দিলে ভালো হইতো ভ্রাতা :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বাড্ডা ঢাকা বলেছেন: আমি নর্থ বাড্ডা আপনি কোথায় ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

নাসির ভাই বলেছেন: আমিও ভাই। ফেসবুক আইডি লিংক ডিলে ভালো হোত। আমারটা দেয়া আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.