![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন
অন্তর শুধায় চক্ষুরে "তারে দেখিয়াছো কবে?"
চক্ষু তাহে উত্তর দেয় ''এইতো খানিক আগে''
অন্তর শুধায়, "কেমনে সম্ভব বল দেখি বাছা?"
চক্ষু বলে, "চক্ষু মুদিলেই তারে দেখি হাছা"
অন্তর শুধায়, "চাও না তাহার সীমাহীন স্পর্শ?"
শরীর বলে, "স্পর্শ তাহার পাই বাতাসেই স্পষ্ট"
অন্তর শুধায়, "ঐ স্পর্শে কেমনে বোঝ তাহা স্পষ্ট?"
শরীর বলে, "বোঝাটাই কাজ, না বুঝলেই কষ্ট"
নাসির উদ্দিন
২৪/১২/১৪ইং সন্ধ্যা
২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৫
নাসির ভাই বলেছেন: রিপ্লাই দিতে দেরি হলো।
আপনিও ভালো থাকবেন ভ্রাতা
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
আরজু পনি বলেছেন:
চক্ষু মুদলেই যদি তোমারে দেখা যায়
তয় কতোদূর যাইয়া তুমি চোক্ষের আড়াল হইবা ?
আপনার লেখায় ভালো লাগা রইল ।
২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪২
নাসির ভাই বলেছেন: কতদূর তা নাহি জানা
আমার ব্লগ তো আপনার পদধূলিতে ধন্য হয়ে গেল আপুনি। ভালো থাকবেন। অনেক অনেক ধইন্যা
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: আহা! অসাধারণ! +
ভালো থাকবেন ভ্রাতা