নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেহেতু আর মানুষ হওয়া হলো না, ঠিক সময়ে জীবনকে চেনা হলো না, ঈশ্বর চলুন পানশালায় যাওয়া যাক।

নাসির ভাই

নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন

নাসির ভাই › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

বালকঃ শুভ বিকাল বালিকা
বালিকাঃ সুস্বাগত বালক
বালকঃ আধো আলো আধো ছায়া, বালিকাকে ঘিরে কার মায়া??
বালিকাঃ বালিকার নেই কোন মায়া,ঘিরে আছে সারাক্ষন নিঃসঙ্গতার ছায়া।
বালকঃ কেনো এত নিঃসঙ্গতা? কেন এত একাকীত্ত্বের ছায়া?
বালিকাঃ নেই কোন কারন,ভালোলাগে, তাই।
বালকঃ সত্যি নেই কারন, নাকি বলতে আছে বারণ?
বালিকাঃ নাই কোন বারণ,আজি হঠাৎ মোরে করিলে যে স্বরন?
বালকঃ হটাৎ তো নয়, সেদিনও তো হল বাক্য বিনিময়
বালিকাঃ বল এখন আছো কেমন,জানাইতেছি বিনয়
বালকঃ আছি জঘন্য, নগন্যরে বিনয়ে ধন্য।


নাসির উদ্দিন
০৩/০২/১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.