নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেহেতু আর মানুষ হওয়া হলো না, ঠিক সময়ে জীবনকে চেনা হলো না, ঈশ্বর চলুন পানশালায় যাওয়া যাক।

নাসির ভাই

নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন

নাসির ভাই › বিস্তারিত পোস্টঃ

কলঙ্কিত হতে চাই

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৪

সহস্র যন্ত্র দানব মানবের শব্দ ধারন করি স্মৃতিতে,
দূষিত বায়ু আর ধূলিকণা টেনে নেই ফুসফুসে;
অজস্র স্বপ্নকে পদদলিত করে
শূণ্য মস্তিষ্কে নিত্য স্নান করি নিয়নের আলোয়।
মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাই
লালসাবিহীন চোখে দেখি পূঁজিবাদের নগ্নতা।
মাইক্রো-ক্রেডিটের সাফল্য দেখে আমার হিসু পায়
সমাজতন্ত্র নামী গনতন্ত্রের আঁচলে থাকা নেতাদের মুখে হাগতে ইচ্ছে হয়।
আর গনতন্ত্র!
সে আমার ২২ বছরের সচল ল্যাট্রিনের ট্যাংকি।
মাঝে মাঝে ইচ্ছে হয়!
ওয়েল্ডিংয়ের শ্রমিকের হাতে ছেড়ে দেই সকল অসাধুদের,
বাঁকা রডের মত তাদের পাছাতেও লাথি মেরে সোজা করুক;
ইচ্ছে হয়!!
সকল অসামজস্যতাকে ধর্ষণ করি নিত্যদিন
ধর্ষণের কলঙ্কে কলঙ্কিত মস্তিস্ক অন্তত শূণ্য হবেনা।।


১৭/০৩/১৫ইং
রাত ১০:৫৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.