নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেহেতু আর মানুষ হওয়া হলো না, ঠিক সময়ে জীবনকে চেনা হলো না, ঈশ্বর চলুন পানশালায় যাওয়া যাক।

নাসির ভাই

নিতান্তই সাদাসিধা, কল্পনা ও বাস্তবের মিশ্রন

নাসির ভাই › বিস্তারিত পোস্টঃ

নষ্টের পূঁজারী

১৯ শে মে, ২০১৬ রাত ৩:১৪

তোমরা তো সব নষ্টের পূঁজারী
তোমরা তো সব কট্টর ধার্মিক,
সেলাম ঠুকে ঠুকে কয়রা ফেলো কপালে;
অার জামা-প্যান্টের পকেট ভরাও
দম্ভ, সুদ-ঘুষ ও চেতনা বাজীতে।
তোমরা নষ্ট পুঁজিবাদে বিকিয়েছো নিজেদের
বিকিয়েছো মানবতা, ধর্ম; বিকিয়েছো সুখ, শান্তি ও কর্ম!
বিকিয়েছো সব কর্পোরেটের দোহাই দিয়ে।

তোমরা চন্দ্রবিলাস, নৌকা বিলাস করো
পান্তা-ইলিশের বিকৃত পহেলা বোশেখ করো
লোক দেখানো মানবতা, রাজনিতীর জন্য নাস্তায় নামো।
আর জনসমুদ্রের মিছিলে শ্লীলতা হানি হলে
বীর্য শুকানো কষ্টের ব্যাংক রিজার্ভ চুরি গেলে,
শত ফাতেমা, তনু ধর্ষণ ও খুন হলে
শিশু রাজন পাশবিক নির্যাতনে খুন হলে;
কিবোর্ডে প্রতিবাদের ফেনা তোলো,
সহশ্র স্ট্যাটাস প্রসব করে প্রতিবাদী বাণী আওড়াও।
নিত্য দুহাজার টাকার টক-শো করো,
নিয়মিত বুদ্ধীবেশ্যা সাজো।

অথচ,
কেউ পথে নামো না, বিচার চাও না!
আমরন অনশণের রায়ট চাও না!
ধর্মঘট, হরতাল, অবরোধ ডাকো না!
রাজপথে নেমে বিপ্লব ছড়াও না স্ফুলিংগের মত!
তোমরা সুন্দর সঠিক গনতন্ত্র চাও,
গনতন্ত্রের ব্যবহার, অণুশীলন চাও না।
তোমরা ধর্ম নিরপেক্ষতা চাও,
ধর্মকে জানতেও চাও না।
নিরাপদ সড়ক চাও
সঠিক রক্ষনাবেক্ষন চাও না।
প্রতিবাদ চাও,'
প্রতিবাদে মুখরিত দেশ চাও না।
সর্বস্তরের সচ্ছতা চাও,
জবাবদিহিতা চাও না।

তোমরা চাও কি?
কিসে তোমাদের চাহিদার পূর্ণতা পাবে?
আর কত চাহিদায় তোমাদের শেষ?
কত ধর্ষণ ও গলাকাটা লাশ চাও?
কত খুন-গুম রহস্য চাও?
কত পাশবিক নির্যাতনে মৃত শিশু চাও?
কত দুর্নীতি-অনিয়ম চাও?
আর কত রসাতলে গেলে তোমরা রাস্তায় নামবে?
কতটুকু হলে আমরন অনশনে যাবে?
কত সীমা অতিক্রম করলে তোমাদের বুকে আগুন জ্বলবে?
কতখানি চাহিদা তোমাদের? কতখানি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ ভোর ৪:২৫

মানুষ বলেছেন: /:)

১৯ শে মে, ২০১৬ ভোর ৫:২২

নাসির ভাই বলেছেন: কি বুঝালেন তা বুঝিনি?

২| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:১৩

Salim Ullah বলেছেন: খুব সুন্দর! সত্য লিখেছেন!

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

নাসির ভাই বলেছেন: ধন্যবাদ নিবেন দাদা। ভালোবাসা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.