![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
এখন আর মরে যেতে খারাপ লাগে না,
দিনে দিনে আগুনে পুড়েছি হাত, হয়তো নিজেকেও।
তারপরেও- মাঝে মাঝে
অনুভূতির সেতারে বাজে অতৃপ্ত কামনা –
কেন?
অকারণে? অভিমানে? নাকি অকাট মূর্খতায়?
জানো না, এটাই নিয়ম?
জানো না, এসব করে লাভ হয় না?
আকাশের রঙ হলুদ হয়েছে কবেই...
চৈতন্যের বেড়াজালে তাই কিছু মুহূর্ত হারিয়ে যায়
শেষ বিকেলের মায়াটুকু সেকারণেই
এখন আর ভালো লাগে না।
==============================================
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ
২) আমার আজ আর ফেরা হবে না
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: যাক! কবিতা লিখে সেটা পোষ্ট করার পর খুব নার্ভাস লাগে। হাসান মাহবুব ভাইয়ের একটা গল্প পড়ে মনে হল এটা পোষ্ট করা যায়।
অনেক ধন্যবাদ !
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
ধন্যবাদ ভাইজান
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
কলমের কালি শেষ বলেছেন: লাইনগুলো সুন্দরভাবে সেজেছে । সুন্দর ভাল লাগলো ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে খুশী হলাম। ব্লগে স্বাগতম।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাসান মাহবুব ভাইয়ের সেই গল্পটা মৃত মানুষের জবানীতে লেখা। আপনার এই কবিতাটি হুবহু সেরকম নয়। কিন্তু কবিতায় যা বলতে চেয়েছেন, তা' পাঠক মাত্রেই বুঝবে।
ভালো লেগেছে। ধন্যবাদ, ভাই নাভিদ কায়সার রায়ান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ঠিক ধরেছেন আবু হেনা ভাই। এটা ঠিক সেরকম না। তবে আমার কাছে মনে হল হাসান মাহবুব ভাইয়ের গল্পের থিমটার সাথে একটা জায়গায় মিল আছে। উনারটা বাস্তবতার বিরুদ্ধে সারকাস্টিক থিমে বলা আর আমারটা সরাসরি।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো খুব। আপনার লেখাগুলো খুব এনজয় করি।
ভালো থাকবেন।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ভালোই লিখেছেন ...
ভালোলাগা ...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ভাই অ্যানোনিমাস
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে ---
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ব্লগে কিংবা ব্লগের বাইরে প্রতিষ্ঠিত লেখকদের এতো ভালো ভালো কবিতা পড়েছি যে নিজের কবিতা নিয়ে এক ধরণের হীনমন্যতায় ভুগি। অনেকে অনেক উৎসাহ দিচ্ছেন। জানি না আসলে কতটুকু ভালো লিখি। তবে আপনাদের মন্তব্য থেকে আরও ভালো লেখার প্রেরণা পাচ্ছি।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
হাসান মাহবুব বলেছেন: মৃত অনুভূতির গভীর উপলদ্ধি। ভালো লাগলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনার কাছে ভাল লাগাটা একটা বাড়তি পাওনা। ফিলিং হ্যাপি!
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
ডি মুন বলেছেন: গল্প কিংবা কবিতায় সঞ্চারিত হোক লেখকের ভাবনা। এগিয়ে চলুক লেখা।
শুভেচ্ছা সতত।
আকাশের রঙ হলুদ হয়েছে কবেই...
চৈতন্যের বেড়াজালে তাই কিছু মুহূর্ত হারিয়ে যায়
শেষ বিকেলের মায়াটুকু সেকারণেই
এখন আর ভালো লাগে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: লেখা এগিয়ে যাচ্ছে সে জন্য না, পাশে আপনাদের পাচ্ছি সেকারনে বেশী ভাল লাগছে। ধন্যবাদ মুন ভাই।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
মামুন রশিদ বলেছেন: মৃত্যুবোধ সংক্রান্ত লেখা ভালো লাগে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: কবিতাটা ঠিক জৈবিক মৃত্যুকে নিয়ে না বরং আত্মার মৃত্যুকে কেন্দ্র করে লেখা। প্রতিনিয়ত জীবন চলতে চলতে এক সময় আমরা হাপিয়ে উঠি। একঘেয়েমি থেকে আমরা মুক্তি খুজি। কিন্তু যান্ত্রিক জীবনের এতো সহজে মুক্তি মিলে না। কারাগারে বন্দী জীবন যাপন করতে করতে অনেক সময় আত্মার মৃত্যু ঘটে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
ইমিনা বলেছেন: নিজের মতো করে ভালো লাগলো। হ্যা, অনেক ভালো লাগলো