![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
প্রত্যেকটা মানুষের জীবনে খুব একান্ত আর ভয়ঙ্কর গোপন কিছু কথা থাকে। আমারও আছে। সেসব নিষিদ্ধ চিন্তাভাবনা এই পৃথিবীর কাউকেই কখনও বলা হয়ে ওঠে না। তাঁর একমাত্র কারণ - এগুলো কাউকে বলার জন্য তৈরি হয়নি, এসব কথা আমি নিজে ছাড়া আর কেউ কখনই বুঝবে না। আর বুঝলেও, ভুল বুঝবে।
আমি এতো ঝামেলায় জড়াতে চাই না। আমার ভালো লাগে না। আমার সমস্যা, আমারই থাক। কিছু কথা তাই গোপনই থেকে যায়।
যেহেতু এইসব গুঢ় তথ্য কখনোই কাউকে জানানো যাবে না, বোঝানো যাবে না, সেজন্য একদিন আমি খুব যত্ন করে মনের অতল গহীনে সেই পাপটাকে লুকিয়ে ফেললাম।
তবে, তাতেও সমস্যা মিটলো না।
কেননা, হঠাৎ হঠাৎ আমার সেই কথাগুলো মনে পড়ে যায়।
তখন খুব সঙ্গোপনে মনসাগরে ডুব দিয়ে আমি সেই পাপের খাতাটাকে উল্টে দেখি আর সাথে সাথেই ভীষণ আতঙ্কে চমকে উঠি! এসব কি লিখেছি আমি? হ্যাঁ, আমি তো গোপনে গোপনে এসব কথাই ভাবি! এসব নিষিদ্ধ কথা ভাবতে আমার বড় ভালো লাগে! কি এক তীব্র আকর্ষণে নিঃশ্বাস বন্ধ করে আমি সেই খাতার প্রতিটা লাইন বার বার পড়তে থাকি। পড়তে পড়তে হঠাৎ করেই যেন মুখোশ খুলে নিজের সত্যিকার চেহারাটাকে দেখতে পাই আমি। আর তখনই আমি বুঝতে পারি – আমার এই গোপন জীবনটাকে আমি বড় ভালোবাসি। সেই কল্পনার জগতটাই আমার সব। সেখানে আমার কোন ক্লান্তি নেই, দায়িত্ব নেই, অসহায়ত্ব নেই, কোন বাঁধা নিষেধ কিচ্ছু নেই। আমি এখানে স্বাধীন!
এক সময় সেই ভয়ংকর নিষিদ্ধ ভাবনাগুলো আমার মনে একই সাথে লজ্জামিশ্রিত অদ্ভুত এক আনন্দ আর অসহ্য পাপবোধ তৈরি করে। প্রথম প্রথম ব্যাপারটা ভালো লাগলেও, খানিক বাদেই উত্তেজনা কমে আসে আর বিবেকের পাল্লা ভারী হতে থাকে। আমি বুঝতে পারি – যা করছি তা ঠিক না। ভুল। না, না, ভুল বললে কম বলা হবে। বলা উচিৎ অন্যায়। আর তাঁর সাথে সাথেই আমি সেই খাতাটাকে প্রবল আক্রোশে ছুঁড়ে ফেলে ছিটকে চলে আসি বাইরের জগতে।
প্রথম প্রথম অন্য সবার মতোই আমি ব্যাপারটাকে হালকা করে দেখেছিলাম যেন এটা কিছুই না। কিছুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে।
কিন্তু না।
একসময় এটাই আমার একমাত্র নেশা হয়ে দাঁড়ালো। পাতালবাসি এই কথাগুলো আমার মনে ভারী একটা পাথরের মতো লটকে রইলো। এ যেন অতলে নিমজ্জিত এক প্রাচীন পাষাণ, অসীম যার ওজন, অথচ সে ডুবে থাকতে চায় না। ও বারবার ভেসে উঠতে চায় আর আমি প্রাণপণ চেষ্টা করি ওকে ডুবিয়ে দিতে। সবার অলক্ষ্যে এক যুদ্ধ শুরু হয় আমার মনের মধ্যে।
সেই দ্বন্দ্বের ভেতর পড়ে মাঝে মাঝে সেই পাথরের গা বেয়ে অসংখ্য বুদবুদ উঠে আসে। আমি তীব্র আতংক নিয়ে সেদিকে তাকিয়ে দেখি। আমার অসহায় লাগে, খুব অসহায় লাগে তখন। আমি নিজেকে ঠেকাতে পারি না। রঙিন সেই বুদবুদের ফেলে আসা স্বপ্নময় পথ বেয়ে নিজেকে পাতালে টেনে নিয়ে যাই আমি আমার একান্ত প্রিয় অথচ ভয়ঙ্কর গোপন কিছু কথার কাছে।
উথাল পাথাল নিশীথে একাকী
সবার চোখকে দিয়ে ফাঁকি,
নিদ্রামগ্ন স্বপ্ন পথে
ভরা পূর্ণিমার জ্যোৎস্না এসে
বসেছিল - আমার পাশে
রুপালী রাত্রি হয়ে।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভাল লাগল না খারাপ লাগলো বুঝলাম না। ভালোটাই ধরে নিলাম।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবশ্যই ভাল লেগেছে।
আমরা সবাই কম-বেশি প্রিয় কিছু পাপ নিয়েই বসবাস করি। এবং এগুলো লালন করতে ভালবাসি।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমরা সবাই প্রিয় পাপের কাছি বন্দি।
ধন্যবাদ ভাই। ভাল থাকুন সুস্থ্য থাকুন।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
বাড্ডা ঢাকা বলেছেন: প্রিয় পাগুলো মুছন হবেতো ভাই
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: সেই লক্ষণ তো দেখছি না।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা!
অনেক শুভকামনা
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২
নাসরিন চৌধুরী বলেছেন: লেখুনী ভাল --আর পাপবোধ বা বিবেক যদি সদা জাগ্রত থাকে তাহলে পাপে জড়াবার আগ্রহটা কি অত প্রবল হয়!!
কি জানি তবে আমার মনে হয় আমরাই আমাদের মনটাকে পরিচালিত করি। চাইলেই আমরা ভাল থাকতে পারি , সৎ থাকতে পারি।
নুতন ভোরের অপেক্ষায় থাকুক সুন্দর আগামী--শুভ কামনা।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: লেখনী ভাল শুনে বেশ উজ্জীবিত বোধ করছি!
আচ্ছা এবার লেখার ব্যাখ্যায় আসি। লেখাটা ইচ্ছা করেই একটু ধোঁয়াশা রাখা হয়েছে। তারপরও একটা সরল ভাবে কিছু কথা এখানে বলা যেতেই পারে।
আপনার মনে হচ্ছে পাপবোধ বা বিবেক সদা জাগ্রত থাকলে আমাদের মনের মধ্যে পাপ কাজের বোধ আসতে পারে না।
আসলে আমি বলতে চাইছি - মনকে আপনি ঠেকাবেন কি করে। সে তো নিজের খেয়াল খুশী মতো যা ইচ্ছা তা-ই ভেবে নিতে পারে। কোন একটা কাজ আমি করতে না চাইলেও সেটা ভাবতে আপনাকে কেউ বাঁধা দেয়ার নেই।
আমি বিবেকের তাড়নায় পরে পাপ কাজ করতে না পারি, সেটা আমার মনকে না ভাবতে বাধ্য করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে এই পাপ কাজের কথাটা আপনার মনে এল কেন?
ভাবতে ভাল লেগেছে বলেই তো, তাই না?
মনে আসার পর আপনি ভেবে দেখলেন যে কাজটা ঠিক হচ্ছে না - তাই আপনি এটা করলেন না। কিন্তু বিবেকের বাঁধা না থাকলে আপনি কি নিজেকে ঠেকিয়ে রাখতেন?
আসলে মানুষের মন খুব বিচিত্র একটা জিনিষ। সে তাঁর নিজের প্রয়োজনে যে কোন ব্যাখ্যা দাঁড় করিয়ে দিতে পারে। এতে তাঁর লজ্জা করে না। এতে সে বিবেকের ধার ধারে না।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: ছয় নাম্বার মন্তব্যের জবাবে যদিও অনেকটাই খোলাসা করেছেন, লেখাটা পড়ে ধারেকাছে যেতে পেরেছিলাম । মনের সতত দ্বন্দ্ব-সমাস চলতে থাকুক । ভালো লেগেছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আসলে অনেক কিছু বলতে চেয়েছিলাম মামুন ভাই। পুরোপুরি সব কথা বলে উঠতে পারি নাই। মনের ভেতর একটা দুঃখ রয়ে গেছে লেখাটা নিয়ে।
অফিসে আজকাল এতো ব্যাস্ততা বেড়েছে যে অসহ্য লাগে মাঝে মাঝে। কতগুলো লেখা অর্ধেক অর্ধেক করে লিখে রেখেছি, কোনটাই শেষ করে উঠতে পারছি না সময়ের অভাবে।
কিন্তু কি আর করা, টাকার কাছে খাইছি ধরা।
ভাল থাকবেন।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার!
আমার প্রিয় কিছু পাপের কাছে আমি বন্দি হয়ে আছি
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । বেশ বলেছেন ।
১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ!
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় +++++++++
১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ!
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: +++++++++±+++++
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: খুশি হলাম
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উথাল পাথাল নিশীথে একাকী
সবার চোখকে দিয়ে ফাঁকি,
নিদ্রামগ্ন স্বপ্ন পথে
ভরা পূর্ণিমার জ্যোৎস্না এসে
বসেছিল - আমার পাশে
রুপালী রাত্রি হয়ে।