| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাভিদ কায়সার রায়ান
	তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?
 
ঝড়ো বাতাস হয়ে, বাতাসের সাথে – উড়ছিলাম
তুমি হঠাৎ চলে গেলে! – অবাক হয়ে দেখছিলাম
চোখে মুখে হিমেল হাওয়া - মাখছিলাম
কে ডাক দিলো?
কুয়াশা জড়ানো নতুন ভোর – তবুও তো উড়ছিলাম
এতো সকালে জাগেনি কেউ – একাই গান গাইছিলাম
মন্দিরের ঘন্টাখানি - আনমনে বাজিয়ে নিচ্ছিলাম
বুকে তোমার তৃষ্ণা ছিলো?
ঘুলঘুলিতে ঘর বেঁধে - দুপুরে খুঁটে খাচ্ছিলাম - নতুন ধান
বেঁচে ছিলাম, যেন আনকোরা এক নতুন প্রাণ
চড়ুই হয়ে – উড়ছিলাম।
স্বপ্ন দিয়েই ছোট্ট ঘর ভরছিলাম,
বেড়ালটাকে পাস কাটিয়ে – দেদারসে চুরি করছিলাম
হঠাৎ -
যাবার সময় হল -
বুকে কাহার তৃষ্ণা ছিলো - আবার কে ডাক দিলো?
সনাতন দীঘিতে ঢেউ তুলে– একলা বসে দেখছিলাম
নিঃসঙ্গ লাগছিল - তবুও তো উড়ছিলাম
স্বচ্ছন্দে ভাবছিলাম - একলা সাঁতার কাটছিলাম!
জলের ভেতর অন্ধকারে – শ্যাওলা গায়ে মাখছিলাম
আলতো করে খুব গভীরে নরম লেজ নাড়ছিলাম
হঠাৎ ভাটা এলো -
বুকের ভেতর করুণ সুরে আবার কে ডাক দিলো?
আমার অন্যান্য কবিতাঃ
১) ঘুণপ্রলাপ  
২) আমার আজ আর ফেরা হবে না  
৩) মুর্খের আত্মপোলব্ধি  
৪)মরীচিকায় কানামাছি  
৫)ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি  
৬) প্রায় অজানা সুদূর অতীতে 
৭) বাস করছি আপন অমাবস্যায়
৮) শ্মশানযাত্রী 
৯) ওরা জেগে থাকে
১০) বেদনার ঋণ
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:১৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ ! ![]()
২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৩৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৩| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:৩৬
কবীর বলেছেন: ভালো লাগলো  ![]()
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৪| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:১৫
খেয়ালি দুপুর বলেছেন: কবিতা চমৎকার লেগেছে। ভাল থাকা হোক অনেক।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যাবাদ। আপনিও ভাল থাকবেন। ![]()
৫| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:১৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৬| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:২৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী ।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৭| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:১৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
৮| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:৫১
গেম চেঞ্জার বলেছেন: এই নিন প্লাস ++
ঘুলঘুলি শব্দটা আরো শুনেছি । কিন্তু মিনিংটা জানিনা । জানতে চাই ।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
ঘুলঘুলি হল ছোট্ট জানালা। আগে বাসায় ভেন্টিলেটর থাকতো। সেগুলো ভাঙ্গা থাকলে চড়ুই পাখী চড়ুই বাসা বানাত। আমি ওটাকেই ঘুলঘুলি বলেছি। ছবি পেলাম না কোথাও। ছবি দেখাতে পারলে ভালো লাগতো। অনেকদিন দেখি না।
৯| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় চমৎকার লেগেছে ।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:১১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ!
১০| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৫৯
তাসনীম মিলন বলেছেন: চমৎকার '
ভালো লেগেছে।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:০৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ
১১| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১৯
ইদানীং জাহিদ বলেছেন: Valo legeche   ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:০৭
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ![]()
১২| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:০৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:০৭
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা!
ভালো লেগেছে।