![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, “এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট নিয়ে গেলে হার্ভার্ডসহ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে।”...... তার কথা শুনে আমরা হেসেছিলাম আমরা... তবে আর হাসতে হবে না... অক্সফোর্ড হার্ভার্ড না হলে ও এই সার্টিফিকেট দিয়ে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা কিন্তু তারা ঠিকই করছেন!!
---
“ভর্তি পরীক্ষার বিকল্প ভাবছে সরকার...” কারন হিসেবে দেখানো হয়েছে সময়, খরচ লাঘব... মাননীয় মন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত বছরে বের হয়?... তাদের দিকে আগে নজর দেওয়া দরকার না? তাদের সময়ের দাম নেই?... সময় বাচানোর জন্য পরীক্ষা বাতিল... বাহ! যদি সময় বাচাতে চাইলে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কচ্ছপের গতিকে শিয়ালের গতিতে আগে রূপান্তর করুন।... আর খরচ?? মাননীয় মন্ত্রী যে ছেলেটাকে ১২ বছর ধরে বাবা মা পড়িয়েছে, তাকে ভার্সিটির একটা ফরম কেনা আর গাড়ি ভাড়ার টাকা দিতে মনে হয় বাবা মা মরে যাবে না...
...
বাংলাদেশের সবচেয়ে গ্রহনযোগ্য আর স্বচ্ছ পরীক্ষা হয় ভার্সিটি এডমিশন... পাবলিক পরীক্ষাকে তো যা ইচ্ছা করেছেন। এখন বাকি শুধু বাকি ভার্সিটি ভর্তি পরীক্ষা... আচ্ছা, ভর্তি পরীক্ষা উঠানো হলে বুয়েট,কুয়েট,ঢাবি,আইবিএর সিট গুলো কাদের হবে??... ছাত্রলীগের নাকি ছাত্রদলকর্মীদের?
২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভর্তি পরীক্ষা উঠিয়ে দিয়ে আইএলটিএস, জিআরই অথবা স্যাট এরকম একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়। যেগুলোর সেন্টার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, ফেনী, যশোর, খুলনা ইত্যাদি জেলা শহরগুলোয় থাকবে। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কোরের ভিত্তিতে তাদের শিক্ষার্থীদের নির্বাচিত করবে। আর আমরা যেহেতু একটা অসত জাতি তাই এ পরীক্ষার দায়িত্ব ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষকে দিতে পারি। ওরা ওদের সুবিধাময় জায়গায় পরীক্ষা নেবে। ব্রিটিশ কাউন্সিল সমানভাগে সব বিশ্ববিদ্যালয়কে সিটের আনুপাতিক হারে রেজিস্ট্রেশন বাবদ যে টাকা পাবে সেটার একটা অংশ দিয়ে দিবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এটা নির্দিষ্ট ১২ মাসের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। সাথে সাথে এই সার্টিফিকেটটার একটা আন্তর্জাতিক মানে নিয়ে সেটার মাধ্যমে শিক্ষার্থীরা ইচ্ছে করলে আইএলটিএস পরিবর্তে এটা দিয়ে যেনাে বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় সেরকম একটা ব্যবস্থা করতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭
নাভিদ আরমান শিফাত বলেছেন: Click This Link