নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দুইশো চার\"

নাভিদ ফারাবী

বাংলা ভাষার অক্ষরগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে ফিরেয়ে ভাষাটার সাথে বেয়াদবী করি। বেয়াদবীগুলোর মধ্যে নকশা খুঁজতে গেলে গোলকধাঁধায় পড়বেন বলে দিচ্ছি।

নাভিদ ফারাবী › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলার ছিল না কথা

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮


হারিয়ে ফেলার ছিল না কথা,
তবু ফেলেছি হারিয়ে,
থাকার কথা ভরা দুটি হাত;
শূন্য হাতে দাঁড়িয়ে।

ওয়াদার কত হত বিনিময়,
"দেখব নতুন পথ",
কত কথাই না বলত তারা,
কতই না শপথ।

সাগর পেরুব সকলে মিলে,
দেখব সকল জাত,
এপার ওপার দুপারই সাথী,
গরীব হই কি অভিজাত।

হাসি, তামাশা, আনন্দ আলো,
অভিমান,অভিযোগ,
খারাপ, ভাল যা কিছু আসুক,
ভাগ করে হত ভোগ।

পারতাম কি রাখতে ধরে
সুখধারা সীমাহীন?
চাইলেই কি থেমে যায় ঘড়ি?
আটকানো যায় দিন?

কি ছিল হবার, কি হল ভাবি
অতীতের কড়া নাড়িয়ে,
হারিয়ে ফেলার ছিল না তো কথা,
তবু যে ফেলেছি হারিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.