নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দুইশো চার\"

নাভিদ ফারাবী

বাংলা ভাষার অক্ষরগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে ফিরেয়ে ভাষাটার সাথে বেয়াদবী করি। বেয়াদবীগুলোর মধ্যে নকশা খুঁজতে গেলে গোলকধাঁধায় পড়বেন বলে দিচ্ছি।

নাভিদ ফারাবী › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০১


ধরুন ভিড়ের মাঝে কাউকে খুঁজছেন। নাম, চেহারা কিছুই জানেন না। জানেন শুধু চেহারার কিছু বৈশিষ্ট্য।
খোদার এই ছোট্ট দুনিয়ায় কালো, সাদা, শ্যামলা, চেক কাটা চামড়ার সাথে খরগোশ কান, তরমুজের বিচি দাঁত, মুক্তো ঝড়া হাসি, বোতামের মত নাক, চাকু মারা চোখ, আরো লাখো কোটি বৈশিষ্ট্যের কম্বিনেশন তো কম না। তো আপনার কাছে থাকা সামান্য কিছু ক্লু সম্বল করে শুরু করে দিলেন গরুখোঁজা। এর সাথে কান মেলে তো ওর সাথে চোখ মেলে। ওর সাথে ঠোঁট মেলে তো আরেকজনের সাথে চামড়া মেলে। নিজের কাছে থাকা ক্লুগুলোকে তখন অকেজো মনে হচ্ছে না? কিন্তু মজার বিষয় হল কিছু কিছু মানুষের চেহারায় আরো একটা বৈশিষ্ট্য থাকে যা শব্দে প্রকাশ করাটা কিছুটা কঠিন হলেও চোখে ধরতে পারাটা কঠিন না।
সেটা হল জীবনের উপস্থিতি।
এসব মানুষের চেহারা দেখলেই মনে হয় এদেরকে একটা বার দেখার জন্যই হয়ত প্রতিদিন সূর্য শত কষ্ট করে ঘুম থেকে ওঠে। ফুল, পাখি, গান, গতি, সৌন্দর্য্য, ঝড়, আলো, আর যা কিছু চঞ্চল সবকিছু গাঁথা একটা মালা যেন তারা মুকুট হিসেবে মাথায় নিয়ে ঘোরে। এদের মুখের কথাগুলো যেন জন্ম নেয়ই নেঁচে বেড়ানোর জন্য। এরা হৃদপিন্ড বন্ধ করে দেয়ার মত ভয় পেতে জানে, এরা হিমালয়কে লজ্জ্বা দেয়ার মত বিশাল ভালবাসা উপহার দিতে জানে, এরা পুরো পৃথিবীর মাটি লবনাক্ত করে ফেলার মত চোখের পানি ফেলতে জানে, এরা ভরা বৈশাখী ঝড়ের মত রেগে গিয়ে তান্ডবের কারনও হতে জানে এবং তাদের এই বিদ্যা যে আজীবনের জন্য খোতায়ালা তাদের উপহার দিয়েছেন এটা তাদের চেহারাও ফুটিয়ে তুলতে জানে।
খাতাকলমের "সুন্দর" এর বৈশিষ্ট্য তাদের কাছে এসে ম্লান হয়ে যায়। কারন তাদের দিকে তাকালে আর কিছু চোখে পড়ুক বা না পড়ুক জ্বলজ্বল করতে থাকা "জীবন্ত" স্বাক্ষরটা চোখে পড়বেই।
আর সেই স্বাক্ষরটা থেকে চোখ ফেরানো খুব কম মানুষের পক্ষেই সম্ভব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

আল-ইকরাম বলেছেন: আপনার লেখাটি পড়লাম। এতে ভিন্নতা আছে, যা সব টুকু লেখা পড়তে পাঠককে আটকে রাখে। ভাল লাগলো। শুভ কামনা রইল।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

নাভিদ ফারাবী বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ। এলোমেলো চিন্তাভাবনাকে কথায় সাজানোর চেষ্টামাত্র। ভালবাসা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.