নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দুইশো চার\"

নাভিদ ফারাবী

বাংলা ভাষার অক্ষরগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে ফিরেয়ে ভাষাটার সাথে বেয়াদবী করি। বেয়াদবীগুলোর মধ্যে নকশা খুঁজতে গেলে গোলকধাঁধায় পড়বেন বলে দিচ্ছি।

নাভিদ ফারাবী › বিস্তারিত পোস্টঃ

বুকপকেটের আকাশ

২৮ শে মে, ২০২০ রাত ১০:২২


আকাশটা আজ কিনে বসে আছি
বুকপকেটে নিয়ে,
কতশত গান, কবিতা, গল্প
শোনায় গুনগুনিয়ে।

আমি, সে আর আমরা মিলে
প্রহর কাঁটাই যত,
দুই ফোঁড়নের নকশী কাঁথা
বেড়ে চলে অবিরত।

মাঝে মাঝে উঠে দেয় সে উঁকি
এই বুঝি বা আমি
ছেড়েই বোধহয় দিলাম তাকে
বদলে কিছু দামী।

হঠাৎ হঠাৎ অমানিশা আসে,
সঙ্গে সুখের ডাক,
কত সুর তোলে, কত তালে নাচে,
লোভনীয় কত বাঁক।

দু কান চেপে বসে থাকি আমি
পাথরে গুঁজে মুখ,
কিনব না আমি ঝলমলে গান,
লাল টুকটুকে সুখ।

যাক চলে যাক, যত দূরে পারে,
মধু মাখা সব পাপ,
ইচ্ছে করে নাই বা নিলাম
আজন্ম অভিশাপ।

দিন কেটে যায়, সাল ঘুরে যায়
সবার আকাশ যাক,
আমার কেনা আমার আকাশ
বুকপকেটেই থাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.