![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষার অক্ষরগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে ফিরেয়ে ভাষাটার সাথে বেয়াদবী করি। বেয়াদবীগুলোর মধ্যে নকশা খুঁজতে গেলে গোলকধাঁধায় পড়বেন বলে দিচ্ছি।
খটখটে রোদে তেতে ওঠা একটা নির্দয় দিনের গায়ে যখন ঝপ করে ভেজা কম্বলের মত হিমশীতল এক পশলা বৃষ্টি পড়ে তখন আচমকা বাতাসটা ঠান্ডা হয়ে গেলেও বাসার দেয়ালগুলো ঠান্ডা হতে সময় নেয়।
বেশ উম উম একটা জীবিত ভাব থাকে দেয়ালগুলোয়। হেলান দিলেই যেন বলে উঠবে, "সারা বাসায় জায়গা নাই? চেয়ারে বসেন গিয়ে।
©somewhere in net ltd.