নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নিল পথিক

স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার যে আকাশ নিষ্কলুষ..............................।

স্বপ্নিল পথিক › বিস্তারিত পোস্টঃ

স্থির ইতিহাস সকাল; ৮টা ১০/১০/২০১২

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অনেকবার ভেবেছি ভুলে যাব তোমাকে

যেভাবে আমি ভুলে গেছি, অন্য সব ইতিহাস।

আকাশের বুকে যেভাবে নক্ষত্ররা হারায়

আমিও একদিন হারিয়ে যাব ঘোর অবেলায়।

তবু তোমাকে আমার ভোলা হয়ে উঠে না।

পোড়া মনের গহিনে, বারে বার আস ফিরে

তোলপাড় করে দাও আমার সকল সৃতিকাব্য,

সমস্ত অতীতের মৃত্যু ঘটিয়ে,

শুধু তুমিই জেগে থাকো,

অন্ধকারে প্রাণহীন মূর্তির মতো

আমার হৃদয় আঙ্গিনায়।



চেয়েছি আমি অনেক কিছুই, এই বিরহের প্রভাতে

জাতে তোমায় মুছে ফেলি আমার মানস ছবি হতে।

কিন্তু তুমি হারিয়ে যাবার সময় কি করে

এতটা বদলে দিলে আমাকে,

নিঃসঙ্গ জীবন আমার তবু একা থাকে না,

তোমার অশরীরী পদচারনাতে।

নির্বাক চোখে, এই স্থির ইতিহাস হতে

তোমাতেই নাড়ি খুজে ফেরে

আমার বিরহী মন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

খুলনার শের বলেছেন: প্রচণ্ড ভাল লাগল কবিতাটা। অসম্ভব রকমের সুন্দর।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আসলাম পারভেজ বলেছেন: Dst khub valo likchos................

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

স্বপ্নিল পথিক বলেছেন: ধন্যবাদ আপনাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.